ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১

এখনও আমার রাতে ভয় লাগে: পার্থ

প্রকাশিত: ০০:২৪, ১৭ ডিসেম্বর ২০২৪

এখনও আমার রাতে ভয় লাগে: পার্থ

ছবি: সংগৃহীত।

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান বলেছেন, "এখনো যখন ৫ই আগস্টের আগে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের যে হত্যাকান্ড দেখেছি তাতে এখনো আমার গা শিউরে ওঠে। ওই রক্ত দেখে এখনো আমার রাতে ভয় লাগে।"

এ কথা তিনি সোমবার, ১৬ ডিসেম্বর, রাজধানীর বনানীতে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত একটি র‍্যালিতে অংশগ্রহণকালে বলেন।

এ সময় মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্দালিব রহমান বলেন, "যারা ২৪ এর আন্দোলনে প্রাণ দিয়েছেন, তাদের সাহসিকতার সাথে আমি একাত্তরের মুক্তিযোদ্ধাদের তুলনা করতে চাই না। তবে আজকের স্বাধীন বাংলাদেশ যে মুক্তিযোদ্ধাদের অবদানেই আমরা পেয়েছি, সেটি আমরা কোনোদিন ভুলব না।"

তিনি আরও বলেন, "৫ ই আগস্ট কে আমি মুক্তিযুদ্ধের সাথে তুলনা করি না।  কিন্তু মুক্তির আন্দোলনের সাথে তুলনা করি।"

আন্দালিব রহমান অভিযোগ করে বলেন, "আওয়ামী লীগ সরকারের অধীনে দুর্নীতিবাজরা এখনও বিচারের আওতার বাইরে রয়েছে। সামিট গ্রুপের আজিজ খান কিংবা এস আলমের মতো বিশাল দুর্নীতিবাজরা এখনও গ্রেফতার হয়নি।" তিনি দুর্নীতিবাজদের বিচার দাবি করেন এবং তাদের অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা বলেন।

পার্থ উল্লেখ করেন, "সংস্কারের প্রয়োজন হলেও, তা শুধুমাত্র কাঠামোগত পরিবর্তনে সীমাবদ্ধ হলে কোনো সুফল আসবে না।" তিনি আরও যোগ করেন, "রাজনীতিতে সৎ এবং যোগ্য ব্যক্তির আগমন অত্যন্ত জরুরি, কারণ তাদের ছাড়া সংস্কারের প্রকৃত উদ্দেশ্য সফল হতে পারে না। তরুণদের এখনই নেতৃত্বে আসতে হবে এবং দেশের স্বার্থে তাদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।"

নুসরাত

×