ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১

ভালো মানুষ রাজনীতিতে না আসলে কোন সংস্কার করে লাভ হবে না: পার্থ

প্রকাশিত: ২১:৩০, ১৬ ডিসেম্বর ২০২৪

ভালো মানুষ রাজনীতিতে না আসলে কোন সংস্কার করে লাভ হবে না: পার্থ

ছবি: সংগৃহীত।

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন,ভালো মানুষ রাজনীতিতে না আসলে কোন সংস্কার করে লাভ হবে না।

সোমবার ১৬ ডিসেম্বর রাজধানীর বনানীতে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক র‍্যালিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আন্দালিব রহমান পার্থ আরও বলেন, আমাদের নতুন সরকার বলছে সংস্কারের কথা, কিন্তু তাদের আমি পরিস্কার করে বলে দিতে চাই ভালো মানুষ রাজনীতিতে না আসলে সংস্কার করা সম্ভব হবে না। গত ৫০টি বছর বাংলাদেশের রাজনীতিক আমলে দেশের শিক্ষিত, মেহনতী, ও ভালো মানুষ রাজনীতি থেকে দূরে সরে গিয়েছে।  

দেশের সকল তরুণ, শিক্ষিত, ও ভালো মানুষের সমাজকে পার্থ অনুরোধ করে বলেন,  আসুন আমাদের সাথে রাজনীতিতে। আমরা কথা দিচ্ছি আমাদের সাথে রাজনীতি করলে কোন মৃত ব্যক্তিকে নিয়ে কোন সমালোচনা করতে হবে না।  আমাদের সাথে রাজনীতি করতে হলে কোন গুন্ডা, পান্ডা, টেন্ডার কোন কিছুই করতে হবে না।

পার্থ ছাত্র-জনতার আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, তোমাদের কথায় মনে হয় তোমরা নির্বাচনের পর ক্ষমতায় আসবে। তোমরা দল করে ক্ষমতায় আসো, সমস্যা নাই। তবে কোন দলকে ক্ষমতায় আনার জন্য নির্বাচন বিলম্বিত করা যাবে না।

তিনি প্রধান উপদেষ্টাকে বলেন, অর্থনীতি আর রাজনীতি এক জিনিস না ইউনুস সাহেব। ড. ইউনুস নির্বাচনের কথা বলেছেন, ধন্যবাদ।

এ সময় তরুণ প্রজন্ম এবং শিক্ষিত মানুষদের রাজনীতিতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে পার্থ বলেন, ১৭ বছর পর এবার স্বাধীনভাবে বিজয় দিবস পালনের সুযোগ এসেছে। এ সুযোগ আর নষ্ট হতে দেয়া যাবে না।

নুসরাত

×