ছবি: সংগৃহীত
মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর উত্তরায় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় উত্তরা ১১ নম্বর সেক্টরের জমজম টাওয়ার থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি আজমপুরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা দেখা যায়। তারা পতাকা নেড়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর নায়েবে আমির মোহাম্মদ আব্দুর রহমান মূসা, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, ড. মুহাম্মদ রেজাউল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ। শোভাযাত্রায় অংশ নেন উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পতাকা বহন ও বিজয় দিবসের শুভেচ্ছা জানাতে এ শোভাযাত্রা বিভিন্ন পয়েন্ট অতিক্রম করে, যা স্থানীয়দের নজর কাড়ে।
এম.কে.