ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১

জাতীয় স্মৃতিসৌধে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব

প্রকাশিত: ১১:২৯, ১৬ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১১:৩০, ১৬ ডিসেম্বর ২০২৪

জাতীয় স্মৃতিসৌধে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব

কথা বলার সময় তিনি অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন।

সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদন করতে এসে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৬ ডিসেম্বর, সোমবার সকাল ১০টার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন।

 এ সময় জরুরিভাবে চিকিৎসা প্রদানের জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

এদিন প্রথম প্রহরে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে জাতির সূর্যসন্তানদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এসময় বীর শহীদদের উদ্দেশে সশস্ত্র সালাম জানায় তিন বাহিনীর একটি চৌকস দল। বিউগলের সুরে তৈরি হয় শোকাবহ পরিবেশ।

রাষ্ট্রপতি নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে স্মরণ করেন মুক্তি সংগ্রামে শহীদ শ্রেষ্ঠ সন্তানদের। এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় প্যারেড গ্রাউন্ডে তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।

৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করা হয়।

রিয়াদ

×