ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১

স্টেকহোল্ডার হিসেবে অবশ্যই আপসেট: সামি

প্রকাশিত: ১৯:০৪, ১৫ ডিসেম্বর ২০২৪

স্টেকহোল্ডার হিসেবে অবশ্যই আপসেট: সামি

ছবি: সংগৃহীত

প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি বলেছেন, সরকার কেন বুঝতেছেনা একটা মন্ত্রণালয় কিভাবে কাজ করে! মন্ত্রণালয় একটা বড় অর্গানাইজেশন। হাজার হাজার লোকজন সেখানে কাজ করছে। কিন্তু এটার যে চীফ এক্সিকিউটিভ তিনি যদি সঠিকভাবে রান না করতে পারেন, তাহলে একটা লেজেগোবরে অবস্থা হয়ে যাবে।

বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল আই’ প্রচারিত আলোচনা অনুষ্ঠান তৃতীয় মাত্রায় অনলাইনে যুক্ত থেকে এসব কথা বলেন তিনি।। অনুষ্ঠানটির উপস্থাপক  হিসেবে  ছিলেন জিল্লুর রহমান।

সামি বলেন, গণঅভ্যুত্থানে সবার লক্ষ্য ছিল একটা। আর সেটা হল ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করা এবং বাংলাদেশকে একটি স্বাধীন বা যেখানে নাগরিকদের গণতান্ত্রিক অধিকারগুলোকে রেসপেক্ট করা হবে। সেই লক্ষ্যে পৌছানোর পর যে সরকারটি আসলো সেটা কাদের পরামর্শে তৈরী হলো তা অনেকেরই অজানা, স্টেকহোল্ডারদের কাছে এটা পরিষ্কার না। দুই একজনের ব্যাপারে ধারণা ছিল কিন্তু মেজরিটির ব্যাপারে কোনো ধারণা ছিল না। কারও কাছ থেকেই আমরা শুনিনি যে পরামর্শ নেয়া হয়েছে। 

তিনি আরও বলেন, স্টেকহোল্ডার হিসেবে অবশ্যই আমি আপসেট। অনেকের প্রত্যাশা পুরণ হয়নি বিধায় এখন আমরা অনেকেই ক্ষুব্ধ।

 

শিহাব

×