ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

ফ্যাসিবাদ কায়েম হয় শহরে, পতন ঘটায় গ্রামের কৃষকের ছেলেরা

প্রকাশিত: ১৭:১৩, ১৫ ডিসেম্বর ২০২৪

ফ্যাসিবাদ কায়েম হয় শহরে, পতন ঘটায় গ্রামের কৃষকের ছেলেরা

ছবি: সংগৃহীত

এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ফ্যাসিবাদ কায়েম হয় শহরে, পতন ঘটায় গ্রামের কৃষকের ছেলেরা।  তিনি বলেন, গত ১৬ বছরের ফ্যাসিবাদের জনক হচ্ছে এই শহরের মিডলক্লাস মানুষজন। বারবার প্রত্যন্ত এলাকা থেকে মানুষজনকে আসতে হয়। তাকে জামাত হয়ে আসতে হয়, বিএনপি হয়ে আসতে হয়, জামাত হয়ে আসতে হয়, তাকে একবার মজলুম হয়ে আসতে হয়, রিকশাচালক হয়ে আসতে হয়, তােকে ছাত্রজনতা হয়ে আসতে হয়।

তিনি বলেন, ওরা গ্রাম থেকে আসে, ওরা কৃষকের ছেলে, ওরা ভালভাবে কাপড়চোপড় পড়তে পারে না, ওদের গা থেকে গন্ধ আসে কিন্তু ওরা রাইট-রংটা বুঝে। এটাই হচ্ছে ইবনে খালদুনের গনঅভ্যুত্থানের থিওরী। এবং এটাই বারবার হয়েছে পৃথিবীতে। ৬৯-এ হয়েছে, আরব বসন্তে হয়েছে, অনেক জায়গাতে হয়েছে।

ফুয়াদ বলেন, আরব বসন্ত কারা করেছে দেখেন, মিশরে ফুটবলের হুলিগানরা আরব বসন্ত করেছে মিশরে। কায়রোর শিকি্ষ সমাজ কিন্তু আসে নাই। আপার টাউনে, ডাউন টাউনে যারা থাকেন তারা বিপ্লব করেন নাই। তিউনিসিয়াতে যে আরব বসন্ত ট্রিগার করেছে, কে ট্রিগার করেছে। একটা স্ট্রিট ভেন্ডর করেছিল। পুলিশকে চাঁদা দিতে দিতে, দুর্নীতিতে টায়ার্ড হয়ে গিয়েছিল। এরপর সে কী করেছে? নিজের গায়ে কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। এটাই হচ্ছে খালদুনের থিওরী। কেন্দ্রকে সে চ্যালেঞ্জ করেছে। এটাই ইতিহাস।

তিনি আরও বলেন, আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না। গনঅভ্যুত্থানের মাত্র তিনমাস পার হয়েছে , আর আগের মতো পরিস্থিতিগুলো আবার ফিরে আসছে। যার জন্য আমরা প্রতিবিপ্লব শব্দটি শুনতে পাচ্ছি।

সম্পর্কিত বিষয়:

×