ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১

ওমরা পালন শেষে দেশে ফিরেই গ্রেপ্তার যুবলীগ নেতা অপু!

প্রকাশিত: ১৫:১৯, ১৫ ডিসেম্বর ২০২৪

ওমরা পালন শেষে দেশে ফিরেই গ্রেপ্তার যুবলীগ নেতা অপু!

ছবি: সংগৃহীত

ওমরা শেষে দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন ফেনীর সোনাগাজী উপজেলার আলোচিত যুবলীগ নেতা নাসির উদ্দিন অপু। গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে ।

জানা গেছে, নাসির উদ্দিন অপু সোনাগাজী পৌর যুবলীগের সভাপতি। ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র—জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর গ্রেপ্তার এড়াতে তিনি কৌশলে ওমরা পালনের জন্য সৌদি আরব পাড়ি জমান। তার গ্রেপ্তারের খবর জানাজানি হলে সামাজিক মাধ্যমে তাকে নিয়ে সমালোচনার ঝড় উঠে। ফেসবুক ব্যবহারকারী অনেকে তারা নানাবিধ অপকর্মের ফিরিস্তি তুলে ধরে শাস্তি দাবি করে পোস্টে করেন। এমনকি আওয়ামী লীগ সমর্থকদেরও তাকে নিয়ে বিরূপ মন্তব্য করতে দেখা যায়।

 

যুবলীগ নেতা অপুর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ওমরা পালনের সময় সে হৃদরোগে আক্রান্ত হয়ে সৌদি আরবের রিয়াদে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য দেশে ফেরার পর রাজনৈতিক প্রতিহিংসাবশত তাকে গ্রেপ্তার করা হয়েছে। ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তিনি কোনো ঘটনার সাথে জড়িত ছিলেন না।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় ফেনী মডেল থানায় করা দুটি মামলায় নাসির উদ্দিন অপু এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায়ও একটি চাঁদাবাজির মামলা রয়েছে।

শিহাব

×