ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১

অন্তবর্তীকালীন সরকার বাজার সিন্ডিকেট  ভাঙতে পারেনি: সিপিবি সভাপতি

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা

প্রকাশিত: ১৩:১২, ১৫ ডিসেম্বর ২০২৪

অন্তবর্তীকালীন সরকার বাজার সিন্ডিকেট  ভাঙতে পারেনি:  সিপিবি সভাপতি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম বলেছেন, এক স্বৈরাচারের বদল মানুষ আরেক স্বৈরাচারকে দেখতে চাচ্ছে না। ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে শেখ হাসিনার নেতৃত্বাধীন ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে। কিন্তু রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা থেকে বৈষম্য এখনও দূর হয়নি। দেশের মানুষ আজ দুইভাগে বিভক্ত। একদিকে ৯৫ ভাগ মানুষ। আরেকদিকে পাঁচভাগ। এই পাঁচভাগ মানুষ ৯৫ ভাগ মানুষকে শোষণ করছে। এই বৈষম্য ভেঙে দিতে হবে।
অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে তিনি বলেন, এই সরকার সাড়ে চারমাসে বাজার সিন্ডিকেট ভাঙতে পারেনাই। দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ করতে পারেনাই। বক্তৃতা দিয়ে সিন্ডিকেট ভাঙা যাবে না। সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। বিকল্প অর্থনীতির কথা ভাবতে হবে। কমরেড শাহ আলম আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে এসেছে বলে মনে হচ্ছে না। মানুষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। মব জাস্টিজের নামে এখনও নৈরাজ্য চলছে। মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিচ্ছে- দেশ কি অন্তবর্তী সরকার নাকি অন্য কেউ চালাচ্ছে? ঢালাও মামলা-মোকদ্দমার সমালোচনা করে তিনি বলেন, ঢালাও মামলার কারণে মামলার গুরুত্ব হারিয়ে যাচ্ছে। এতে প্রকৃত অপরাধীরা আড়াল হয়ে যাবে।  আগে সবকিছু আওয়ামী লীগের দখলে ছিল। এখন আরেকটি দল দখল নিতে শুরু করেছে। বহু বছর ধরে এই দখলবাজি দেখতে দেখতে মানুষ এখন অতিষ্ঠ। 
সিপিবির সভাপতি আরও বলেন, জুলাই-আগস্টের অভ্যুত্থানকে অনেকে ‘দ্বিতীয় স্বাধীনতা’ বা ‘বিপ্লব’ বলছেন। আসলে এটি অভ্যুত্থান। একাত্তর সালেই আমরা স্বাধীনতা অর্জন করেছি। যারা বিপ্লব বা স্বাধীনা বলতে চাচ্ছেন- তাদের কথায় ’৪৭-এর ইঙ্গিত পাচ্ছি। তাদের উদ্দেশ্য মানুষ বুঝতে পারছে। 
শনিবার সন্ধ্যায় নেত্রকোনা জেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে সিপিবির জেলা কমিটি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন শাহ আলম। জেলা শাখার সভাপতি কমরেড নলিনী কান্ত সরকারের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন: সিপিবির কেন্দ্রীয় সদস্য ডাঃ দিবালোক সিংহ, জেলা শাখার সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ, সহসাধারণ সম্পাদক কোহিনূর বেগম, সম্পাদক মন্ডলীর সদস্য আলকাছ উদ্দিন মীর, যুব ইউনিয়নের জেলা সভাপতি জয় কুমার দে পুলক, ছাত্র ইউনিয়নের জেলা শাখার সাধারণ সম্পাদক আহমেদ তানভীর মোকাম্মেল প্রমুখ।
সমাবেশের আগে সিপিবির নেতাকর্মীরা শহরে লাল পতাকা হাতে বিক্ষোভ মিছিল করেন।   

জাফরান

×