ছবি: সংগৃহীত
সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নতুন সিনেমা ৮৪০’ ওরফে ‘Democracy Pvt. Ltd. মুক্তি পেয়েছে। সেই সংশ্লিষ্ট আলোচনায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিতে উপস্থিত হয়েছিলেন মোস্তফা সরয়ার ফারুকীর স্ত্রী-অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। উপস্থাপিকা তিশার কাছে জানতে চান দেশ পরিবর্তনের এই পটভূমি ফারুকী আগে থেকেই জানতেন কি না। তিশা হেসে হেসে জানান ‘এটা আমারও প্রশ্ন। যখন আমি স্কি্রপ্টটা পড়ছিলাম বা গল্পটা জানছিলাম আমিও একটু কনফিউজড ছিলাম। আমি ওকে বলছিলাম তুমি যা বানাতে চাচ্ছো সেটা বানাতে পারবা বা প্রচার করতে পারবা তো? তোমর প্ল্যান কী?
তিশা বলেন, সরয়ার আসলে সবসময় স্রোতের বিপরীতে চলে অভ্যস্ত। ও বলেছে আমি কিছুই জানি না, তবে আমি এটা বানাতে চাই। আমি চাই এটা আমাকে বানাতে দেয়া হোক।সরওয়ার চেয়েছিল সবাই যেন তাকে সাপোর্ট করে। একজন মিডিয়া কর্মী হিসেবে, বাংলাদেশের একজন মানুষ হিসেবে আমার কাছে মনে হয়েছে তাকে সাপোর্ট করা উচিৎ।’
২০০৭ সালে মোস্তফা সরয়ার ফারুকী বানিয়েছিলেন ধারাবাহিক নাটক ‘৪২০’। পলিটিক্যাল স্যাটায়ার ঘরানার ধারাবাহিকটি দর্শকপ্রিয়তা পেয়েছিল। ধারাবাহিকটির গল্পে বাংলাদেশের রাজনীতিকদের উত্থান-পতনের স্বরূপ উন্মোচনের চেষ্টা করেছেন ফারুকী। এক যুগের বেশি সময় পর ফারুকী এবার ফিরছেন ৪২০-এর ডাবলআপ ‘৮৪০’ নিয়ে। ট্যাগলাইনে লেখা হয়েছে, ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড।
৪২০-এর মতো ৮৪০ পলিটিক্যাল স্যাটায়ার হলেও এটি প্রথমটির সিক্যুয়েল নয়। ৪২০ ধারাবাহিকের অন্যতম প্রধান দুই চরিত্রে অভিনয় করেছিলেন মোশাররফ করিম ও লুৎফর রহমান জর্জ। এবার নেই তাঁদের কেউ। শুধু অভিনয়শিল্পী নয়, একেবারে নতুন একটি গল্প দেখা যাবে ৮৪০ সিনেমায়।
শিহাব