ছবি: সংগৃহীত
সম্প্রতি তিন উপদেষ্টা মিলে সিনেমা দেখতে যাওয়ার ঘটনার কঠোর সমালোচনা করে পিনাকী ভট্টাচার্য বলেন, তারা এখন পর্যন্ত জুলাই বিপ্লবের কোনো শহীদের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখবর নিতে পারল না, অথচ তিন উপদেষ্টা মিলে আরেক উপদেষ্টা ফারুকীর (মোস্তফা সরোয়ার ফারুকী) সিনেমা দেখতে গেল। এটা আমাদের জন্য লজ্জার। অথচ তাদের লজ্জা হয় না। এরা বোঝেই না কোন রক্ত মাড়িয়ে তারা ক্ষমতায় এসেছে।
শনিবার (১৪ ডিসেম্বর) ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের নরেব্রোহেলেনে জুলাই রেভ্যুলুশন ইউনিট ডেনমার্কের উদ্যাগে আয়োজিত পলিসি ডায়ালগে প্রধান অতিথির আলোচনায় তিনি এসব কথা বলেন।
এর আগে দিনব্যাপী এ অনুষ্ঠানের প্রথম পর্বে দুপুরে দেশীয় বিভিন্ন খাবারের আয়োজন ফুড ফ্যাস্টিভ্যাল, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের নিয়ে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ডেনমার্কে অবস্থানরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
শিহাব