ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১

বিএনপি নেতা সালাহউদ্দিনের বেঁচে যাওয়ার পেছনে কি ছিল কারণ?

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৫:১৯, ১৫ ডিসেম্বর ২০২৪; আপডেট: ০৭:০৪, ১৫ ডিসেম্বর ২০২৪

বিএনপি নেতা সালাহউদ্দিনের বেঁচে যাওয়ার পেছনে কি ছিল কারণ?

সালাউদ্দীন

রাষ্ট্রের যে কোন নাগরিকের জীবনে এ ধরনের ঘটনা অনাকাঙ্খাখিত কোন ভাবেই কাম্য নয়। ২০১৫ সালে ১০ মার্চ রাতে উত্তরা থেকে তোলে নিয়ে যায় হয় সালাউদ্দীনকে।

জেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মোরশেদুল তাহের বলেন,রাষ্ট্রের যে কোন নাগরিকের জীবনে এ ধরনের ঘটনা অনাকাঙ্খাখিত। গত ১৫ বছরে যেসকল ঘটনা ঘটেছে। তার সব কটি সুষ্ঠ বিচার হওয়ার দরকার।

তাকে গুম করা হয়েছে। নাকি ইলিয়াস আলীর ভাগ্য বরণ করেছেন তিনি। এটি নিয়ে সারা দেশে উদ্বেগ আর কানাঘোষা। এদিকে আয়না ঘরে প্রতি মুহুর্তে মৃত্যুর প্রহর গুণছেন সালাউদ্দীন। চরম নির্দেশ এসেছে গেছে। ইলিয়াসের মতোই করুন পরিনতি হবে সালাউদ্দীন আহমেলে।। কাকে গুম করা হয়্য।

আয়না ঘরে প্রতিমৃত্যু মৃত্যুর প্রহর গুণছে সালাউদ্দীনে আহমেদ। বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন।। আটকের ৬৩ দিন পর  ভারতের মেঘালয়ে পাওয়া যায় সালাহউদ্দীনকে। তাকে স্থানীয় লোকেরা বিপর্যস্ত  অবস্থায় পায়। এবং প্রশাসনের কাছে হস্তানতর।

শহীদ

×