ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

ড. ইউনূস যা করেছেন, ৫০ বছরে কোনও সরকার তা পারেনি: নূর

প্রকাশিত: ১৮:৫২, ১৪ ডিসেম্বর ২০২৪

ড. ইউনূস যা করেছেন, ৫০ বছরে কোনও সরকার তা পারেনি: নূর

ছবি: সংগৃহীত।

অন্তর্বর্তীকালীন সরকার ড. ইউনূস যা করেছেন, তা গত ৫০ বছরে কোনও সরকার তা পারেনি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর।

নূর বলেন, বাংলাদেশ ৫৩ বছরেরও একটি জাতি হিসেবে এখনো শক্ত পররাষ্ট্র নীতি গড়ে তুলতে পারেনি। বিশেষত, ভারতের মতো একটি প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে স্পষ্ট নীতির অভাব রয়েছে। এর ফলে, আমরা দেখতে পেয়েছি, বিএনপি এক ধরনের পররাষ্ট্র নীতি অনুসরণ করে, এবং আওয়ামী লীগ অন্য ধরনের।

তবে, আওয়ামী লীগের মতো দলের দ্বারা দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে, দেশের স্বার্থ ক্ষুণ্ণ করে, এবং অন্য দেশের গোলামী করার সুযোগ বাংলাদেশের ইতিহাসে আর কোনো রাজনৈতিক দল দেয়নি।

ফলস্বরূপ, গত ১৫ বছরে বাংলাদেশে একদলীয় সরকার গঠনের জন্য ভারত একাধিকভাবে সহায়তা করেছে। আওয়ামী লীগকে আন্তর্জাতিক লবিং থেকে শুরু করে বিভিন্ন টেকনিক্যাল সুযোগ-সুবিধা পর্যন্ত দিয়েছে ভারত।

এখন, যেহেতু ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে, ভারত এটি মেনে নিতে পারছে না। ফলে, তারা সরকারের অস্থিতিশীলতা তৈরি করতে চাচ্ছে, যাতে সুবিধা আদায় করতে পারে। অর্থাৎ, ভারতের কাছ থেকে যেসব সুবিধা আওয়ামী লীগ পেয়েছিল, যদি নতুন সরকার সেগুলো দিতে সক্ষম হয়, তবে তা সরকারের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।

তবে, এটি বিপরীত প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিশেষত, ড. ইউনুস সরকার দুর্বল হয়নি। তিনি ইউরোপীয় ইউনিয়নের ২৮টি দেশের রাষ্ট্রদূতদের ডেকে বলেছেন, দিল্লি থেকে ভিসা সেন্টার বাংলাদেশে নিয়ে আসতে অথবা অন্য কোনো দেশে স্থানান্তরিত করতে।

এরপর, ড. ইউনুস সরকার সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেছে, যা বাংলাদেশের গত ৫৩ বছরে কোনো সরকার নিতে পারেনি। ভারতীয় আগ্রাসন ও আধিপত্যের বিরুদ্ধে জাতীয় সংলাপের আয়োজন করেছে। এতে, সকল রাজনৈতিক দল স্পষ্টভাবে জানিয়েছেন যে, যদি বাংলাদেশের ওপর ভারতীয় আগ্রাসন আসে, তাহলে দেশের ১৮ কোটি মানুষ এবং তাদের ৩৬ কোটি হাত ড. ইউনুসের পাশে থাকবে।

এছাড়া, ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য, ড. ইউনুস সরকার তাদের সকল সংবাদমাধ্যমকে আমন্ত্রণ জানিয়েছে, যাতে তারা সরাসরি এসে বাংলাদেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারে।

এভাবে, ৫০ বছরে কোন সরকার দেশের সকল রাজনৈতিক দলকে একত্রিত করতে পারেনি, কিন্তু ড. ইউনুস সরকার তা সফলভাবে করেছে বলেছেন নূর।

নুসরাত

×