ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

আ. লীগকে দাওয়াত দিয়েও খুঁজে পাওয়া যায় না: জিকে গউছ

প্রকাশিত: ১৬:১৩, ১৪ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১৬:১৩, ১৪ ডিসেম্বর ২০২৪

আ. লীগকে দাওয়াত দিয়েও খুঁজে পাওয়া যায় না:  জিকে গউছ

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ। তারা বিগত ১৭ বছরে এত অপরাধ করেছে, আওয়ামী লীগকে দাওয়াত দিয়েও খুঁজে পাওয়া যায় না। জনরোধে তাদের নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছে। জনসম্মুখে আসে না। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দুর্ভিক্ষ থেকে দেশকে চালু করেছেন তবে নির্বাচিত সরকারের হাতে দেশ থাকলে আরও বেশি গতি বাড়বে।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১টায় হবিগঞ্জের রায়ধর এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোপায়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহীন আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি এনামুল হক, হবিগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি আজিজুর রহমান কাজল, সিনিয়র সহসভাপতি মো. আজম উদ্দিন, সাধারণ সম্পাদক শামছুল ইসলাম মতিন, সাংগঠনিক সম্পাদক এসএম মানিক, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সদস্য সচিব সফিকুর রহমান সিতু প্রমুখ।

শিহাব

×