ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

জামায়াত ক্ষমতায় গেলে পূর্ণ নিরাপত্তাসহ যেসব গুরুত্ব পাবে

প্রকাশিত: ১৪:৫৪, ১৪ ডিসেম্বর ২০২৪

জামায়াত ক্ষমতায় গেলে পূর্ণ নিরাপত্তাসহ যেসব গুরুত্ব পাবে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা আশাবাদী একটা ঐক্যবদ্ধ জাতি সকল ষড়যন্ত্র মোকাবিলা করে সামানে এগিয়ে যাব, ইনশাআল্লাহ।

সম্প্রতি এক জনসভায় এ কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ‘আমরা এমন একটা বাংলাদেশে গড়তে চাই, আমাদের সন্তানদের আশা পূরণের উপযুক্ত বাংলাদেশ। তাদের প্রধান স্লোগান ছিল ওয়ান্ট জাস্টিস। আমরা ভবিষ্যতে বৈষম্যহীন একটা সমাজ চাই। আমরা তাদের কথা দিচ্ছি, আল্লাহর সাহায্য এবং জনগণের ভালোবাসা পেলে আমরা সেই সমাজ ও জাতি গঠনে সাহায্য করবো, ইনশাআল্লাহ।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা কথা দিচ্ছি আমাদের হাত দিয়ে কোনো চাঁদাবাজি হবে না এবং কোনো চাঁদাবাজকেও প্রশ্রয়ও দেব না। বাংলাদেশের এক ইঞ্চি মাটির উপর কারও কোনো দখল বাণিজ্য চলবে না এবং চলতেও দেওয়া হবে না।’

তিনি আরো বলেন, ‘সরকারি, আধা-সরকারি ও বেসরকারি অফিসে বসে কেউ ঘুষ খাওয়ার চিন্তা অনুভব করবে না। আমাদের যুব সমাজের হাতকে আমরা কারিগরের হাতে পরিণত করবো। তাহলে পড়াশোনা শেষে সার্টিফিকেট হাতে নিয়ে তারা বেকারত্বের অভিষাপ নিয়ে কান্নাকাটি করবে না। তাদেরকে নৈতিক এবং যাবতীয় শিক্ষায় এমনভাবে সমৃদ্ধ করা হবে যে প্রত্যেকটা ছাত্র বা ছাত্রী শিক্ষার পাঠ শেষ করার সাথে সাথে দেশ গড়ার একজন যোগ্য নাগরীকে পরিনত হবে। শিক্ষা জীবন শেষ করার সাথে সাথে যেন তাদের হাতে কাজ চলে আসে। আমরা এই ধরনের একটি যুবক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।’

জামায়াত আমির বলেন, বাংলাদেশে মসজিদ, মন্দির, চার্লচ কোন জায়গায় নিরাপত্তার জন্য হাহাকার করতে হবে না। ধর্মীয় ও সামাজিকভাবে সব জায়গায় একজন নাগরিক পূর্ণ স্বাধিন ও নিরাপত্তাবোধ করবে। বাংলাদেশে জামায়াতে ইসলামী যদি সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার সুযোগ পায়, আল্লাহর কোরআনের ভিত্তিতে সেই রাষ্ট্রের মানুষের পাশাপাশি আমাদের মা বোনেরা, আমাদের মেয়েরা অত্যান্ত মর্যাদা ও ইজ্জতের সঙ্গে তারা তাদের দায়িত্ব পালন করবেন।’ 

এম হাসান

×