ছবি: সংগৃহীত।
অন্তর্বতীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা হস্তান্তর করেই এই সরকার দায়িত্ব শেষ করবে।
তবে তিনি সতর্ক করে বলেন, দশ বছর পর যেন ছাত্রদের আবার রাস্তায় নামতে না হয় এবং যারা বুকের রক্ত দিয়ে দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে রাজনীতিবিদদের লক্ষ্য রাখতে হবে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে নরসিংদীর বেলাবো উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন।
মতবিনয়ের শুরুতে তিনি ছাত্র-জনতার আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের ত্যাগ ও অবদানের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান।
তিনি আরও বলেন, একটি বিশেষ পরিস্থিতিতে অন্তর্বতীকালীন সরকার ক্ষমতা নিয়েছে। যারা বিজয় অর্জন করেছে তাদের কিছু দাবি-দাওয়া আছে। তাদের দাবির প্রেক্ষিতে কাজ করতে হবে। সবকিছু একদিনে সমাধান করা সম্ভব নয়। সবাই সহযোগিতা করলে উদ্দেশ্য বাস্তবায়ন হবে। সরকারের লক্ষ্য হচ্ছে চূড়ান্তভাবে একটি নিরপেক্ষ এবং সঠিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর।
নুসরাত