ছবি: সংগৃহীত
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ ব্যারিস্টার রুমিন ফারহানা শেখ হাসিনা ও শেখ রেহানার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বলেন, "শেখ রেহানা সালমান এফ রহমানের ছেলের বাসায় ভাড়া ছাড়া থাকতেন। দুর্নীতির ভাগ শেখ হাসিনা ও রেহানা নিতেন। একটি দুষ্টচক্র দেশটাকে এক টুকরো কেকের মতো ভাগ করে খেয়েছে।"
একটি বেসরকারি টেলিভিশনের আলোচনায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, "আমি মনে করি না উনার আর কোনো রাজনৈতিক ভবিষ্যৎ আছে।"
এমন মন্তব্যের পেছনে কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, "উনি বাংলাদেশকে এমন একটি অবস্থানে নিয়ে গেছেন যেখানে রাজনীতিকে হত্যা করা হয়েছে। সেই হত্যার পরে তার হাতে রাজনীতিতে ফেরার আর কোনো সুযোগ নেই।"
রুমিন ফারহানা আরও বলেন, "আওয়ামী লীগ কি আদৌ আর রাজনীতি করতে পারবে, সেটাও বড় একটি প্রশ্ন। যদিও আমি কাগজে-কলমে নিষিদ্ধের কথা বলছি না, কারণ নিষিদ্ধ করেও কোনো দলকে নিশ্চিহ্ন করা যায় না।"
তিনি অভিযোগ করেন, "শেখ হাসিনা ক্ষমতায় থাকতে গিয়ে মাফিয়াতন্ত্র কায়েম করেছেন। এই মাফিয়াতন্ত্র থেকে যতটা সম্ভব সুবিধা নিয়েছেন।"
তার মতে, আওয়ামী লীগ এখন এমন এক অবস্থানে দাঁড়িয়ে যেখানে মানুষের সমর্থন তাদের থেকে সরে গেছে, এবং দলটি টিকে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে।
এম.কে.