ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

আদানির সঙ্গে চুক্তির মধ্য দিয়ে হাসিনা মূলত ভারতের কাছে দেশ বিক্রি করেছে:সাঈয়েদ আবদুল্লাহ

প্রকাশিত: ০০:১৪, ১৩ ডিসেম্বর ২০২৪; আপডেট: ০০:২৯, ১৩ ডিসেম্বর ২০২৪

আদানির সঙ্গে চুক্তির মধ্য দিয়ে হাসিনা মূলত ভারতের কাছে দেশ বিক্রি করেছে:সাঈয়েদ আবদুল্লাহ

সাঈয়েদ আবদুল্লাহ

আদানির সাথে চুক্তির মধ্য দিয়ে হাসিনা মূলত ভারতের কাছে দেশ বিক্রি করেছে বলে মন্তব্য করেন সাঈয়েদ আবদুল্লাহ । আজ বৃহস্পতিবার বেসরকারি টেলিভিশনের এক টকশোতে তিনি এ কথা বলেন।

সাঈয়েদ আবদুল্লাহ বলেন, আদানির সাথে যে চুক্তিটা করা হয়েছিল এর কারণ শেখ হাসিনার ক্যাশিয়ার ছিল এস আলম ওই দিকে নরেন্দ্র মোদির ক্যাশিয়ার ছিল আদানি। আদানির ব্যবসা আজ থেকে ১০ বছর আগে যদি দেখেন আর বর্তমান ব্যবসা যদি দেখেন তাহলে ব্যবসার অগ্রগতি বুঝতে পারবেন কার আশীর্বাদে এই পর্যায়ে এসেছে।

তিনি বলেন, ৯৬ হাজার কোটি টাকা শুধুমাত্র ক্যাপাসিটি সার্জ বাবাদ কটে রেখেছে আদানি এই যে দায় মুক্তি দিয়ে পচিশ বছরের চুক্তি করেছে। দেশ বিক্রি করে কিভাবে? ঠিক এইভাবে দেশ বিক্রি করে। ভারত এখন কি করবে? সংখ্যালঘু নিপীড়ন দেখাবে ।ইউনুস সরকারকে আনিস্টেবল করার চেষ্টা করবে কিন্তু আমি যেটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমরা সবাই যদি এক থাকি তাহলে এই প্রক্রিয়ায় তারা কখনো সফল হবে না।

সাঈয়েদ আবদুল্লাহ আরও বলেন, নরেন্দ্র মোদী বা বিজিবি অথবা ইন্ডিয়া এখন যে কাজগুলো করছে এই কাজগুলোর দ্বারা ক্ষতি যদি হয় তাহলে এই ক্ষতিটা আমাদের দেশের সংখ্যালঘুদের হচ্ছে ।তারা  এই যে চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ড থেকে শুরু করে জাতির কাছে বৃহত্তম একটা অংশের কাছে মনে হবে হিন্দুরা খারাপ  কিন্তু হিন্দুরা তো তা না ।আমাদের দেশে হিন্দুদের বরং আমি অনুরোধ করব তারা যেন এই অপপ্রচারের বিরুদ্ধে দাঁড়ায় ।এই যে মমতা ব্যানার্জি বলেছে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন পাঠাতে কিন্তু তারা একটা কথা ভুলে গেছে। গতবার যখন পশ্চিমবঙ্গে নির্বাচন হলো তখন তাদের ইন্টার কালচারাল টিম একটি গান প্রকাশ করেছিল ওই গানে তারা দেখিয়েছিল ভারত কিভাবে এক কেন্দ্রিক হয়ে যাচ্ছে ।সংখ্যালঘু নির্যাতন করছে কিন্তু যখন নির্বাচন আসে তখন মমতা শুভেন্দু নিজেই তাদের দেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয় সামনে নিয়ে আসে।

ইন্ডিয়া প্রপাগান্ডা নিয়ে তিনি আরও বলেন, ইন্ডিয়া প্রপাগান্ডা কত ছড়াবে? ইন্ডিয়া প্রোপাগান্ডা তেমন একটা কাজ হবে না কারণ সাউথ এশিয়ায় ইন্ডিয়ার বন্ধ রাষ্ট্র কে আছে?  যদি ধর্মের জন্যই কেউ না দেখতে পারতো তাহলে নেপালের মানুষ কেন ইন্ডিয়াকে দেখতে পারে না। শ্রীলংকার মানুষ কেন ইন্ডিয়াকে দেখতে পারেনা। দীর্ঘ সময়

সাইদুর

×