ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামী তার কার্যক্রম প্রকাশ্যে শুরু করার পর থেকে ২০২৪ সাল পর্যন্ত স্বস্তির সাথে কাজ করতে না দেয়ার অভিযোগ করেছেন দলটির আমির ডাঃ শফিকুর রহমান।
একটি প্রবাসী বাংলা গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশে জামায়াতকে কখনোই স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেয়া হয়নি, বিশেষ করে পতিত স্বৈরাচার এবং তাদের সহযোগীরা মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করেছে।
জামায়াতের ভোটের শতাংশের সম্পর্কে তিনি বলেন, আমরা কখনোই ৩০০ আসনে ইলেকশন করি নাই। ৩০০ আসনে ইলেকশন না করলে কাস্টিং ভোটের কত পারসেন্ট আমরা পেলাম, সামগ্রিকভাবে সেটা যাচাই করা হয় না।
দলটির ভোট কখনোই উল্লেখযোগ্য বৃদ্ধি পায়নি, কারণ তাদের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ডাঃ শফিকুর রহমান দাবি করেন, জামায়াতের মত একটি দল জনগণের কাছে তার কর্মসূচি পৌঁছানোর সুযোগ পেলে এবং মিডিয়া সমান সুযোগ দিলে, তার বিরুদ্ধে প্রচারিত মিথ্যা তথ্যের ধারা বন্ধ হলে দলটি আরও ভালো ফলাফল পেতে পারে।
তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে মিডিয়ায় জামায়াতের জন্য কিছুটা সুযোগ তৈরি হলেও, তা আগে কখনোই পাওয়া যায়নি।
নারীদের প্রতি ইসলামী দলের মনোভাব সম্পর্কিত প্রশ্নে তিনি বলেন, জামায়াত মায়ের জাতিকে অত্যন্ত সম্মানের সাথে দেখে এবং নারীদের মর্যাদা দেয়।
এম.কে.