ছবি: প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার প্রায় ১৭ বছর এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে সম্পুর্ণভাবে ধ্বংস করে দিয়েছিল। তাদের সময় তিনবার ভোট হয়েছে, জাতীয় নির্বাচন। ২০১৪ সালে, ২০১৮ সালে ও ২০২৩ সালে। একটি নির্বাচনেও ভোটাদের ভোট প্রয়োগ করতে দেয়নি। তারা দিনের ভোট রাতে করেছে, ভোটার বিহীন নির্বাচন করেছে, আমি-তুমির ড্যামি নির্বাচন করেছে। কাজেই তিনি যাদের নির্বাচিত করেছেন ঘোষণা দিয়ে, তাদের দিয়ে ভালো কিছু কিভাবে আশা করা যায়।
তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে কোথায় পাবেন না, সরকার পতনের পর সরকারের প্রধানমন্ত্রী পালায়, তার পরিবার-পরিজন পালায়, তার মন্ত্রী পরিষদও পালায়, তার এমপিরাও পালায়, তার আতি-পাতি নেতা যারা আছেন তারাও পালিয়ে গেছে। সবাই পালিয়েছে। কারণ এরা চোরের দল, সবাই চুরি করেছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডের (হারাঝিল) হাজী রজ্জব আলী সুপার মার্কেটের পশ্চিম পাশে নারায়ণগঞ্জ জেলা মটরস ওয়ার্কশপ মেকানিক্স ইউনিয়নের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
নারায়ণগঞ্জ জেলা মটরস ওয়ার্কশপ মেকানিক্স ইউনিয়নের সভাপতি এম. এ রবের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আঃ হান্নান প্রধানের সঞ্চালয়নায় অন্যান্যদের উপস্থিত ছিলেন, বাংলাদেশ মটর মেকানিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. গোলাম হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সভাপতি মো. মাজেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি এস, এম, আসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর জি. এম সাদরিল, সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সহ-সভাপতি মো. রওশন আলী, যুগ্ম সম্পাদক আবুল হোসেন, সাংঠনিক সম্পাদক মো. আকবর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী মুন্সী, নারায়ণগঞ্জ জেলা মটরস ওয়ার্কশপ মেকানিক্স ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল জব্বার ও কার্যকরী সভাপতি খলিলুর রহমান হামিদীসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এম.কে.