সাংবাদিক মাসুদ কামাল।
বাংলাদেশে আওয়ামী লীগ থাকলেও, থাকবে না শেখ হাসিনা এমন মন্তব্য করেছেন সাংবাদিক মাসুদ কামাল।
তিনি বলেন, বাংলাদেশে একদিন আওয়ামী লীগ আবার আসবে। তবে শেখ হাসিনা একটি অপ্রাসঙ্গিক বিষয়। আওয়ামী লীগ কোন এক পুরুষের দল নয়। একটি বড় দল আওয়ামী লীগ। তাই আওয়ামী লীগ থাকবে কিন্তু শেখ হাসিনা থাকবে না।
এসময় তিনি আরও বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকারের সততা আছে কিন্তু দক্ষতা নাই। ফলে যতদিন অদক্ষ সরকার থাকবে ততদিন একটা গোষ্ঠীর এমন মনে হবেই যে আগেই ভালো ছিলাম। ফলে আওয়ামী লীগ যেই ঘা তৈরি করেছে তা শুকাতে শুরু করবে। তবে যখনই নির্বাচিত সরকার আসবে তখনই আবার এই ঘা ব্যথা দেয়া শুরু করবে।
এজন্য শেখ পরিবার কখনো আর বাংলাদেশে ফিরতে পারবে না। আওয়ামী লীগের সমর্থক থাকবে, এখনও আছে। শেখ হাসিনা যেভাবে দেশের টাকা পাচার করে লুট করেছে, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করেছে তাতে তার আর ফেরার কোন সম্ভাবনা নেই।
ইসরাত