শফিকুল আলম
সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিয়েছেন। তিনি বলেন, "দেশে যা কিছু হচ্ছে, আমরা চেষ্টা করছি সঠিকভাবে সামাল দেয়ার। চার মাসের ব্যবধানে আমরা যথেষ্ট উন্নতির দিকে এগিয়েছি। যদিও আমাদের অর্থনৈতিক স্বচ্ছলতা বজায় থাকলে আরও অনেক উন্নতি করা সম্ভব হতো। আমাদের হাত পা বাধা । আমরা চাইলেই অনেক কিছু এই মুহুতে করতে পারছিনা।
তিনি আরও উল্লেখ করেন, "ইউটিউবাররা প্রতিদিনই বিপ্লবের চেষ্টা করেন। কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন। ধরে নিন, একটি প্লেন খুব বাজে আবহাওয়ায় রয়েছে। সেই প্লেনটিকে সফলভাবে ‘সফ্ট ল্যান্ডিং’ করিয়েছেন ড. মুহাম্মদ ইউনুস। এটি একটি বিরল কৌশল এবং তার দক্ষতার উদাহরণ।"
ড. ইউনুসের প্রতি প্রেস সচিবের এই মন্তব্য প্রশংসার নিদর্শন। তিনি ইঙ্গিত দিয়েছেন যে, দেশের জটিল সমস্যাগুলোর সমাধানে তার মতো নেতৃত্ব আরও গুরুত্বপূর্ণ হতে পারে।
সাংবাদিক সম্মেলনের এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই আলোচিত হয়েছে। অনেকে ড. ইউনুসের কাজের প্রতি সম্মান জানিয়ে তার অভিজ্ঞতাকে দেশের সংকট মোকাবিলায় আরও কার্যকরভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন।
জাফরান