ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

উপদেষ্টারাও এখন ঘুষ খায়!

প্রকাশিত: ২২:২৮, ১১ ডিসেম্বর ২০২৪; আপডেট: ২২:৩১, ১১ ডিসেম্বর ২০২৪

উপদেষ্টারাও এখন ঘুষ খায়!

ছবি: সংগৃহীত

উপদেষ্টারাও কি ঘুষ খাচ্ছেন? অনলাইনে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সাংবাদিক খালেদ মহিউদ্দিনের এমন প্রশ্নে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘কথাতো শুনি বাজারে, সত্যিই যদি তারা এটা করে থাকে তাহলে তাদেরকে নি:সন্দেহে সমালোচনার মুখে পড়তে হবে। তাছাড়া তিনি (ড. মুহাম্মদ ইউনূস) যখন উপদেষ্টা নিয়োগ দিলেন তখন তো অনেকেই বিষয়টা নিয়ে প্রশ্ন তুলেছে।’

মাহমুদুর রহমান মান্না বলেন,  ‘ছাত্ররা আন্দোলন করলো বলে তাদেরকে ক্ষমতায় আনতে হবে এইটা কোনো কথা না। দ্বিতীয় কথা হল তাদের যখন আনলেনই, তাদেরকে গাইড করতেন! তা না করে তাদের হাতে ক্ষমতা দিয়ে দিলেন, তাদের তো লার্নিং এর পিরিয়ডটাই শেখা হলোনা।’

এছাড়াও তিনি ড. মুহাম্মদ ইউনূস এর রাজনীতিতে প্রবীনদের তুলনায় তরুণদের বেশি বেশি অন্তর্ভূক্তির ইচ্ছাকে কড়া ভাষায় সমালোচনা করেন।

শিহাব

×