ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে যা জানালেন প্রেস সচিব

প্রকাশিত: ২০:৫১, ৮ ডিসেম্বর ২০২৪

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে যা জানালেন প্রেস সচিব

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কাউকে ফেরাতে হলে বিচারের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিচারের প্রক্রিয়া সম্পন্ন হলেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে কথা বলবে সরকার।

রোববার (৮ ডিসেম্বর) সমসাময়িক বিষয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। 

প্রেস সচিব বলেন, আমরা চাই ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হোক। তবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে হোক। 

তিনি বলেন, ভারতের গণমাধ্যমের প্রতি আমাদের আমন্ত্রণ আপনারা দেশে এসে প্রতিবেদন করেন। অনেকে মিথ্যাই প্রচার করতে চায়, এতে তাদের লাভ।

শফিকুল আলম আরও বলেন, বাংলাদেশে মেটার পর্যবেক্ষক আছে। তারা দেখছে কোত্থেকে অপতথ্য ছড়াচ্ছে। বাংলাদেশের সার্বভৌমত্বের বিষয়ে যেকোনো অপতথ্য আমরা মেটার নজরে আনব।

 

শিহাব

×