ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

আদালতে মেয়র কিরণকে জুতা-ঝাড়ু নিক্ষেপ

প্রকাশিত: ১৫:২৭, ৮ ডিসেম্বর ২০২৪

আদালতে মেয়র কিরণকে জুতা-ঝাড়ু নিক্ষেপ

ছবি সংগৃহীত

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের উপর ডিম, জুতা ও ঝাড়ু নিক্ষেপ করেছে সাধারণ জনতা। পুলিশ দ্রুত তাকে প্রিজন ভ্যানে উঠালে বিক্ষুব্ধ জনতা প্রিজন ভ্যানে লাথি ও ঢিল ছুড়তে থাকে।

রোববার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কিরণকে পৃথক একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য আদালতে আনা হয়। পরে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয় আদালত। সেখান থেকে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে। 

 ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, কিরণকে আদালতে হাজতখানায় আনার সময় হাজতখানার সামনে প্রিজন ভ্যানটিতে জনতা ঝাড়ুপেটা করে। এ সময় অনেকে ডিম ও জুতা নিক্ষেপ করেন। তারা ‘খুনি কিরণের ফাঁসি চাই’ বলে স্লোগান দেন। নিরাপত্তাজনিত কারণে পুলিশ দ্রুত তাকে সরিয়ে নেয়।

আসাদুর রহমান কিরণ গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি । বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় গাজীপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে।

আশিকুর রহমান

×