ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

চট্টগ্রামে ভারতের তৎপরতা নিয়ে বিস্ফোরক দাবি ব্যারিস্টার ফুয়াদের

প্রকাশিত: ১০:০১, ৮ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামে ভারতের তৎপরতা নিয়ে বিস্ফোরক দাবি ব্যারিস্টার ফুয়াদের

বিলোনিয়া সীমান্ত থেকে শুরু করে আপনার মিরশ্বরাই পর্যন্ত এবং পার্বত্য চট্টগ্রামের কিছু অংশ মিলায়ে প্রায় ১২০০থেকে দেড় হাজার একরের একটা এক্সক্লুসিভ ইকোনমিক জোন করেছে যেটা হচ্ছে শেখ মুজিবের নামে এবং এই পুরো জোনটা দিয়েছে হচ্ছে ভারতকে । 

তিনি বলেন, আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি যে ভারত এই এলাকা থেকে আপনার একটা গোয়েন্দা বেইস তৈরি করেছে এখানে এবং ইসকনকে কেন্দ্র করে আমরাদের চট্টগ্রাম বিভাগে যে কেওয়াসটা দেখলাম এই প্রত্যেকটা কেওয়াসের সাথে সাথে ধারণা করা হচ্ছে এই অঞ্চলের যে ভারতের তৎপরতা আছে সেটা দায়ী।

কেউ যদি বাংলাদেশে ব্যবসা করতে চায় শিল্পাঞ্চল করতে চায় এটা করতে আমাদের কোন আপত্তি নাই । কিন্তু ভারতের মতএকটা আগ্রাসী শত্রু রাষ্ট্র তাকে এইরকম একটা কৌশলগত জায়গায়  ফেনী । বাংলাদেশের চিকেন নেক ফেনী। যদি এখান থেকে আপনি ফেনী নদীর উপরে ব্রিজটা ভেঙে দিতে পারেন তাহলে কিন্তু বাংলাদেশ থেকে চট্টগ্রাম আলাদা হয়ে যাবে তাহলে সেই রকম একটা কৌশলগত জায়গায় বঙ্গোপসাগরের মুখে ফেনী নদীর মোহনাতে বিলোনিয়া থেকে শুরু করে মিরশ্বরাইতে এত বড় একটা অঞ্চল ভারতের মত একটা আগ্রাসী শক্তিকে দেয়াটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মর্যাদা এবং জাতীয় স্বার্থের সাথে যায় না। 

ইতিমধ্যে আমরা দাবি করেছি যে, এক্সক্লুসিভ জোনটাকে বাতিল করে দেওয়ার জন্য। যদি বাতিল করতে না দেয় তাহলে দ্বিতীয় অপশন হচ্ছে যে, এখানে শুধু ভারত
না চীন, পাকিস্তান, রাশিয়া, আমেরিকা প্রত্যেক রাষ্ট্রকে আপনি ব্যবসা করতে দেন শুধু ভারতকে এক্সক্লুসিভ জোন দেওয়ার পক্ষে আমরা নই এবং আমরা এবি পার্টির পক্ষ
থেকে বলছি বারবার দাবি করেছি যে,বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে কোন লেনদেন নাই আমার জাতীয় স্বার্থ এবং আমার মর্যাদার উপরে কোন লেনদেন নাই । আমি অন্য কারো অধিকারকে স্বীকার করি না । এজন্য যদি যা কিছু করতে হয় ফেনীবাসীরা যেমন করবেন যেভাবে ফেনীর তরুণরা রক্ত দিয়ে বুক পেতে দিবে। 

বাংলাদেশ থেকে বঙ্গোপসাগরের মুখে আলাদা না হয়ে যায় সেই লড়াইতেও ফেনীবাসী থাকবে এবং এবি পার্টি এই লড়াইয়ের অংশীদার আপনাদের সাথে থাকবে। এই ফেনী সীমান্তের কারণে এখানে আমাদেরকে ট্রেন লাইন করতে দিচ্ছে না। ব্রিজ কালভার্ট করতে দিচ্ছে না । পাকা রাস্তা করতে দিচ্ছে না । কেমন অদ্ভুত আবদার আমার দেশের ভিতরে আমার মাঠে আমি রাস্তা করব ব্রিজ করবো ট্রেইন করব এটা ভারতের আপত্তিতে আমার দুই পয়সার মত কিছু যায় আসে না বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থ ফেনী জেলাবাসীর। 

তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করছি যে সকল উন্নয়নের কর্মকাণ্ড কার্যক্রম গত ৫৩বছর থেকে বন্ধ হয়ে আছে যেগুলো ফেনীবাসীর প্রাণের দাবি ছিল এগুলোকে আপনারা ইমিডিয়েটলি শুরু করেন।

রাজু

×