ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি: তারেক রহমান

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৯:৫৭, ৮ ডিসেম্বর ২০২৪; আপডেট: ০৯:৫৮, ৮ ডিসেম্বর ২০২৪

দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন, তিনি পরপর দুইবার হতে প্রধানমন্ত্রী পারবে, এর বেশি হতে পারবে না। এটা বিএনপি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এখান থেকে আমরা নড়ব না।

শনিবার (৭ ডিসেম্বর) ফরিদপুর বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। ফরিদপুর সদর উপজেলা কমপ্লেক্সে আয়োজিত এই বিভাগের কর্মশালায় অংশ নেয় ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জ থেকে আসা নেতাকর্মীরা। 

কর্মশালায় একের পর এক নেতাকর্মীদের সরাসরি প্রশ্ন শুনেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং উত্তরও দেন তিনি। এসময় জনগণের আস্থা অর্জনে নেতাকর্মীদের কৌশলী হওয়ার পরামর্শ দেন তারেক রহমান। ভুল করলে দল কঠোর সিদ্ধান্ত নিতে দ্বিধা করবে না বলেও হুঁশিয়ার দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 

তিনি বলেন, ‘এই সমর্থন বা জনগণের যে আস্থা, এই আস্থাটিকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার, আমার এবং আমাদের সকলের। এই আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের না।’

বিএনপি দ্রুত স্থিতিশীল দেশ চায় উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের ফল যাই হোক মেনে নেওয়া হবে। ক্ষমতায় গেলে সব পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করা হবে।’

তিনি বলেন, ‘বিএনপির একটি নির্বাচনী চাইবে। যে নির্বাচনে মানুষ নিরাপদে স্বাধীনভাবে ভয় ভীতিহীন ভাবে ভোট দিতে পারবে। আমরা জনগণের যে সিদ্ধান্ত, নির্বাচনের মাধ্যমে সেটি অবশ্যই আমরা মেনে নেব। আমরা দেশে একটি জবাবদিহিতার পরিবেশ তৈরি করতে চাই।’

এম হাসান

×