বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ব্রাদার্স ইউনিয়নের সভাপতি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন স্বৈরাচারের পতন হলেও বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে
যে দলের নেত্রী যে দলের নেতাকর্মীরা নিজের দেশের বিরুদ্ধে বিদেশের মাটিতে বসে ষড়যন্ত্র করে তারা এই দেশের মাটিতে রাজনীতি করার অধিকার রাখে কিনা সেই প্রশ্ন তোলার সময় এসেছে এখন।
নরসিংদীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন তিনি।
আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, জুলাই এর ছাত্রজনতার আন্দোলনে স্বৈরাচারী সরকারের নির্দেশে ৩৬ দিনে প্রায় ২০০০ লোককে হত্যা করা হয়েছে সেই গণহত্যাকারীদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে এবং অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে সেটি কার্যকর করতে হবে। যেই দলের নেত্রী যেই দলের নেতাকর্মীরা নিজ দেশের বিরুদ্ধে বিদেশে বসে ষড়যন্ত্র করেতারা এই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে কিনা সেই প্রশ্ন তোলার সময় চলে এসেছে।
ইশরাক হোসেন বলেন, মহান মুক্তিযুদ্ধে এই নরসিংদীর মানুষ অগ্রণী ভূমিকা রেখেছেন তার বাবা মুক্তিযুদ্ধের সময়ে এই নরসিংদীতে ঘাঁটি করেছিলেন বলেও জানান ।
তিনি বলেন, বিএনপিকে সামনে আরো বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এসময় বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন স্বৈরাচার পতন হয়েছে কিন্তু আমাদের সামনে আরো বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বিএনপির যারা নেতাকর্মী আমরা রয়েছি আমাদেরকে অত্যন্ত দায়িত্বশীল আচরণ করতে হবে যাতে জনগণ কোন কারণেই মনোক্ষুন্ন না হয় । আগামী নির্বাচনে আমরা বিজয় লাভ করে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশকে গড়ে তুলতে চাই। একটি গণতান্ত্রিক এবং স্বাধীন বাংলাদেশ হিসেবে যার সার্বভৌমত্ব নিয়ে আর কেউ কোনদিন ছিনিমিনি না খেলতে পারে জিয়াউর রহমানের আদর্শকে আমরা ধারণ করে আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা একটা সুন্দর সমাজ গড়বো সেই সুন্দর সমাজ গোলার অংশ হচ্ছে এই ক্রিয়া।
রাজু