ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

তেলা মাথায় তেল দেয়া কালচার অবিলম্বে বাতিল করতে হবে: সারজিস

প্রকাশিত: ২১:০৯, ৭ ডিসেম্বর ২০২৪; আপডেট: ২১:২৮, ৭ ডিসেম্বর ২০২৪

তেলা মাথায় তেল দেয়া কালচার অবিলম্বে বাতিল করতে হবে: সারজিস

সারজিস আলম। ছবি: সংগৃহীত।

দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পোষ্য কোটায় ভর্তি নিয়ে দীর্ঘদিন ধরে নানা সমালোচনা ও বিতর্ক চলছে। অনেক শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় পাশ করলেও পোষ্য কোটার কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন না। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের বৈষম্য সৃষ্টি হচ্ছে, কারণ পোষ্য কোটার কারণে অনেক যোগ্য শিক্ষার্থী ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হন।

এবার পোষ্য কোটা বাতিলের দাবি জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোষ্য কোটা বাতিলের আহ্বান জানিয়ে একটি পোস্ট করেন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, "পোষ্য কোটা" নামে  তেলা মাথায় তেল দেওয়া কালচার অবিলম্বে বাতিল করতে হবে।

এটি উল্লেখযোগ্য যে, সারজিস আলম চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থার সংস্কার চেয়ে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন। সেই আন্দোলনেই জনগণের চাপের ফলে সরকার পতন ঘটেছিল, এবং এর ফলস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালাতে বাধ্য হন।

এখন সময় এসেছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ব্যবস্থাতেও সঠিক ও ন্যায্য সংস্কার আনার, যেন যোগ্যতা আর দক্ষতা ভিত্তিক নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে, এবং বৈষম্য দূর করা সম্ভব হয়।

নুসরাত

×