ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

বন্দি চুক্তির মাধ্যমে হাসিনাকে ফেরত দেওয়া হোক : মাসুদ সাঈদী

প্রকাশিত: ২০:৩২, ৬ ডিসেম্বর ২০২৪

বন্দি চুক্তির মাধ্যমে হাসিনাকে ফেরত দেওয়া হোক : মাসুদ সাঈদী

ছবি: সংগৃহীত।

পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এবং আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদীর ছেলে মাসুদ সাঈদী বলেছেন, ভারতের উগ্রবাদীরা বাংলাদেশের সীমান্তে হামলা চালানোর সাহস দেখাচ্ছে। একইভাবে, বাংলাদেশেও কিছু বিপথগামী ব্যক্তি গভীর রাতে মুখে কাপড় বেঁধে ছোটখাটো মিছিল করতে সাহস পাচ্ছে। তিনি ভারতের কাছে অনুরোধ জানান, দুই দেশের মধ্যে বন্দী বিনিময় চুক্তি রয়েছে, সে অনুযায়ী, ভারতের আশ্রয়ে পালিত খুনি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হোক।

শুক্রবার (৬ ডিসেম্বর) পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৩নং দেউলবাড়ী দোবড়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, “আমরা চাই তিনি (শেখ হাসিনা) বাংলাদেশে ফিরে আসুক। পালানোর আগে তিনি বলেছিলেন, ‘শেখের মেয়ে পালায় না’। কিন্তু আমরা কী দেখলাম, হেলিকপ্টার উড়ার আগেই তিনি উড়ে গেলেন। শেখের মেয়ে যদি পালিয়ে না যান, তাহলে হেলিকপ্টারে যিনি পালালেন, তিনি কি শেখের মেয়ে নন?”

তিনি আরও বলেন, “বাংলাদেশে এত ইসলামিক দল থাকা সত্ত্বেও, কোনো ইসলামিক দলের বিরুদ্ধে কখনও অভিযোগ করা হয়নি। আমার বিবেকের কাছে প্রশ্ন, কেন তখন বাংলাদেশ জামায়াতে ইসলামীকে টার্গেট করা হয়েছিল? এর কারণ হলো, তারা জানে, জামায়াতে ইসলামী যে ইসলামিক দাওয়াত দেয়, সেই দাওয়াতের সামনে কোনো অপশাসন, কোনো জুলুমী শাসকই দাঁড়িয়ে থাকতে পারে না, কারণ আমাদের নেতা-কর্মীরা মাথা নত করবে না।”

স্থানীয় গাওখালী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন আলহাজ্ব মো. এনামুল হক।

নুসরাত

×