ছবি: সংগৃহীত।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে বুধবার সন্ধ্যায় বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বিকেল সাড়ে সাতটার দিকে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবনে পৌঁছান। তিনি রাত ৮টা ৫০ মিনিটে বাসা ত্যাগ করেন।
সাক্ষাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এবং ভাইস-চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় চীনের রাষ্ট্রদূত খালেদা জিয়াকে চীনের ঐতিহ্য তুলে ধরে একটি ‘দেয়ালে টাঙানো ব্যানার’ উপহার দেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। এই সাক্ষাৎ বাংলাদেশের সাথে চীনের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
নুসরাত