আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: সংগৃহীত।
বাংলাদেশকে দুর্বল ও নতজানু ভাবার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই কথা জানান।
আইন উপদেষ্টা বলেন, বাংলাদেশের সকল রাজনৈতিক দল আজকের বৈঠকে উপস্থিত ছিল। এই বৈঠকে সবাই একমত হয়েছে যে, বাংলাদেশর সার্বভৌমত্ব, অস্তিত্ব, স্বাধীনতা ও মর্যাদা রক্ষায় আমরা একজোট।
তিনি আরও বলেন, যেকোনো ধরনের অপপ্রচার ও উসকানির বিরুদ্ধে আমরা দৃঢ়, একতাবদ্ধ ও সাহসীভাবে দাঁড়িয়ে থাকব। ভবিষ্যতে যদি কোনো উসকানি আসে, তবে আমরা আমাদের ঐক্য আরও দৃঢ় ও শক্তিশালী করার প্রচেষ্টা অব্যাহত রাখব। বৈঠকে ভারতীয় অপপ্রচার মোকাবেলায় গোটা জাতি ঐক্যবদ্ধ থাকার বিষয়ে আলোচনা হয় এবং একটি সমাবেশ বা নিরাপত্তা পরিষদের আয়োজনের বিষয়েও প্রস্তাব উত্থাপিত হয়েছে।
আইন উপদেষ্টা বলেন, সভার মূল বার্তা ছিল—আমাদের মধ্যে মতাদর্শ ও রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, তবে দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও অস্তিত্ব রক্ষার প্রশ্নে আমরা সবাই এক। দেশের প্রতি আমাদের ভালোবাসা ও সম্মান সর্বোচ্চ। বাংলাদেশকে দুর্বল, অক্ষম বা নতজানু ভাবার কোনো স্থান নেই, এটি আমাদের স্পষ্ট বার্তা।
নুসরাত