ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রাহায়ণ ১৪৩১

মামুনুল হককে দেখতে হাসপাতালে জামায়াতের আমির

প্রকাশিত: ০৩:০৩, ৪ ডিসেম্বর ২০২৪

মামুনুল হককে দেখতে হাসপাতালে জামায়াতের আমির

মাওলানা মামুনুল হকের শয্যাপাশে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর হেফাজতের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হককে দেখতে হাসপাতালে গিয়েছিলেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের পক্ষ থেকে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপতালে চিকিৎসাধীন রয়েছেন মামুনুল হক। 

মঙ্গলবার জামায়াতের আমির শফিকুর রহমান তাঁকে দেখতে হাসপাতালে যান।

জামায়াতের আমির মামুনুল হকের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁর সুস্থতার জন্য দোয়া করেন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ সময় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

এসআর

×