জাবি শাখা ছাত্রশিবির।
প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ ও সুযোগ - সুবিধা বৃদ্ধির দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে শাখা ছাত্রশিবির।
মঙ্গলবার (০৩ ডিসেম্বর) প্রশাসনিক ভবনে উপাচার্যের কার্যালয়ে শিবির নেতাকর্মীরা স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীরা যথাযথ সুযোগ-সুবিধার অভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে ব্যাহত হচ্ছে। যার ফলশ্রুতিতে তারা দেশ ও জাতি গঠনে সক্ষমতা থাকা সত্বেও অবদান রাখতে পারছে না। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন এবং শিক্ষা গ্রহণের প্রক্রিয়াকে সহজতর করার লক্ষ্যে কিছু গুরুত্বপূর্ণ দাবির প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।
শিবিরের প্রস্তাবিত দাবিগুলো - র্যাম্প ও লিফট স্থাপন, প্রশাসনের উদ্যোগে শ্রুতি লেখকের ব্যবস্থা করা, শ্রেণিকক্ষে এবং পরীক্ষা কক্ষে সুবিধাজনক আসনের ব্যবস্থা করা, শিক্ষার প্রতি উৎসাহিত করতে সকল প্রকার ফি মওকুফ ও বিশেষ বৃত্তি চালু করা, যাতায়াতের জন্য বিশেষায়িত পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতি সহমর্মী আচরণ নিশ্চিত করতে নিয়মিত কর্মশালা এবং সচেতনতা কার্যক্রম পরিচালনা করা।
পরীক্ষায় সময় বৃদ্ধি করা, হল সুবিধার উন্নয়ন করা, গ্রন্থাগারে বিশেষ সেল স্থাপন করা, চিকিৎসা সুবিধা প্রদান, প্রশিক্ষণ ও কর্মসংস্থান সুবিধা বৃদ্ধি এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ অফিস গড়ে তোলা প্রয়োজন, যে অফিস প্রতিবন্ধী শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কাজ করবে।
রিয়াদ