ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

খুলনা ও ময়মনসিংহে কর্মশালায় তারেক

৩১ দফা সফল করতে হলে জনসমর্থন নিতে হবে

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ও ময়মনসিংহ

প্রকাশিত: ২২:৩৫, ২ ডিসেম্বর ২০২৪

৩১ দফা সফল করতে হলে জনসমর্থন নিতে হবে

ময়মনসিংহে ভিডিও বার্তায় কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের সকল ক্ষমতার উৎস দেশের জনগণ। তাই আমরা জনগণের সমর্থন নিয়ে যদি দেশ পরিচালনার সুযোগ পাই তাহলে জনগণকে সঙ্গে নিয়েই রাষ্ট্র পরিচালনার জন্য ৩১ দফা সফল করতে চাই। রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তিকরণে বিএনপির খুলনা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় সোমবার সন্ধ্যায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এর আগে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
তিনি আরও বলেন, আগামী নির্বাচন হবে জাতির জন্য কঠিন এক নির্বাচন। এই নির্বাচন হবে দেশের সবচেয়ে কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আমাদের প্রধান প্রতিপক্ষ দুর্বল মনে হতে পারে। তার মানে এই নয়, বিএনপি ক্ষমতায় চলে গেছে বা ক্ষমতায় যাচ্ছে। যে কোনো মূল্যে জনগণের সমর্থন আমাদের পক্ষে রাখতে হবে। ২০ বছর জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আবার তারা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। তাই এই নির্বাচন হবে কঠিন থেকে কঠিনতর। দলকে জনগণের কাছে আস্থাশীল করতে প্রতিটি নেতাকর্মীকে দায়িত্ব পালন করতে হবে। গত ৩-৪ মাসে যদি আমাদের কেউ ভুল করে, তাকে সতর্ক করতে হবে। জনগণের সঙ্গে মিশে যেতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের সঙ্গে থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বিএনপির প্রতি মানুষের আস্থা রয়েছে। সেই আস্থা ধরে রাখতে হবে। ঘরে-ঘরে দলের ৩১ দফা পৌঁছে দিতে হবে। এই ৩১ দফা শুধু বিএনপির নয়, এতে গণতান্ত্রিক অনেক রাজনৈতিক দলের মতামত রয়েছে। দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। সকল ক্ষমতার উৎস জনগণ। তাই জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। জনগণের সমর্থন ছাড়া কোনোভাবেই ক্ষমতায় যাওয়া সম্ভব নয়।

তারেক রহমান আরও বলেন, গত কয়েক মাস অনেকেই বিভিন্ন বিষয়ে সংস্কারের কথা বলছেন। অথচ বিএনপি আরও দুই বছর আগে সংস্কারের জন্য প্রথমে ২৭ দফা ও পরে ৩১ দফা তুলে ধরেছে। এখনকার প্রস্তাবনার সবকিছুই এই ৩১ দফায় রয়েছে। এতে মনে হয়, বিএনপি গণমানুষের দল। সব সময়েই মানুষের কথা বলছে। তাই এই প্রস্তাবনাগুলো চার দেওয়ালের মধ্যে রাখলে চলবে না। দেশের প্রতিটি মানুষ, পরিবারের মধ্যে ছড়িয়ে দিতে হবে। কেননা বিএনপির নেতাকর্মীরা ছাড়াও দেশে অনেক মানুষ আছে। তাদেরকেও আমাদের শক্তি হিসেবে কাজে লাগাতে হবে।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রবর্তনের ব্যবস্থা করবে বলে উল্লেখ করেন। তিনি বলেন, আমরা ফ্যামিলি কার্ডে দেশের প্রতিটি কার্ডের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে সহায়তা করা হবে। নারীর ক্ষমতায়নকে লক্ষ্য রেখে এই কার্ড হবে নারীদের নামে। তিনি যাতে এই ভর্তুকির মাধ্যমে নিজের সন্তানের স্বাস্থ্য ও সঞ্চয়ে ভূমিকা রাখতে পারেন। এ ছাড়া কৃষক তাদের পাওনা বুঝে পাবে।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে খুলনা বিভাগীয় কর্মশালা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, গবেষণা বিষয়ক সম্পাদক শামিমুর রহমান শামীম, খুলনা মহানগর শাখার আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন প্রমুখ। প্রশিক্ষক ছিলেন মওদুদ আলমগীর পাভেল। কর্মশালায় খুলনা বিভাগের ১০ জেলার বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।
গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর চিন্তার ফসল ৩১ দফা ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করে বলেই গত দুই বছর আগে রাষ্ট্র মেরামত ও সংস্কারের ৩১ দফার প্রস্তাব দিয়েছিল। তিনি বলেন, বিএনপি ও সমমনা দলগুলোসহ বাংলাদেশের পক্ষে গণতান্ত্রিক সকল রাজনৈতিক দলগুলোর চিন্তার ফসল হচ্ছে এই ৩১ দফা।
তিনি সোমবার বিকেলে নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে ময়মনসিংহ বিভাগীয় বিএনপি আয়োজিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেছেন।
জনগণের সমর্থন ছাড়া ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে তারেক রহমান আরও বলেন, বিএনপির অনেক নেতার মধ্যে এমন ভাব এসে গেছে যেন আমরা ক্ষমতায় এসে গেছি। আসলে বিএনপি এখনো ক্ষমতায় যায়নি। জনগণ সমর্থন দিলেই বিএনপি ক্ষমতায় যাবে। তিনি বলেন, বিএনপির ওপর জনগণের আস্থা রয়েছে। জনগণের এই আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার আমার সকলের। এজন্য বিএনপিকে জনগণের সঙ্গে সব সময় সম্পৃক্ত থাকার পরামর্শ দেন।
এর আগে সোমবার দুপুরে ময়মনসিংহ নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে বিভাগীয় কর্মশালার উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য শ্রমিক নেতা নজরুল ইসলাম খান। কর্মশালায় ময়মনসিংহ বিভাগের নেতৃবৃন্দ যোগ দেন। ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, চেয়ারপারসনের উপদেষ্টা ঈসমাইল জবি উল্লাহ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডা. মাহাদী আমিন, বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, আবু ওয়াহাব আকন্দ, সাবেক এমপি রেহানা আক্তার রানু, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবীবা।

×

শীর্ষ সংবাদ:

আগরতলায় উপহাইকমিশনে হামলা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
রিজার্ভে হাত না দিয়ে ও ৩ মাসে পরিশোধ হলো ৫ বিলিয়ন ডলার ঋণ
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় মমতা ব্যানার্জী
টংগীর ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ
আগামীকাল সোমবার নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে
‘বাড়াবাড়ি করলেই’ বন্ধ মার্কিন দুয়ার, ভারতসহ ৫ দেশকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
দিল্লিকে বাদ দিয়ে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ
তারেক রহমানের নামে জবানবন্দি দেন নি শেখ হাসিনা: কায়সার কামাল
আবারও যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস আলম
নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিচার চাইলেন অন্তবর্তী সরকারের কাছে