ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

বাংলাদেশের মানুষ এখনো হাসিনার বিরুদ্ধেই আছে: মৌমিত্র দস্তিদার

প্রকাশিত: ১৯:৫০, ২ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশের মানুষ এখনো হাসিনার বিরুদ্ধেই আছে: মৌমিত্র দস্তিদার

ছবি: সংগৃহীত

সৌমিত্র দস্তিদার কোলকাতার একজন বামপন্থী নেতা, চলচ্চিত্র নির্মাতা এবং লেখক। বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলন নিয়ে একটি অনলাইন চ্যানেলকে  ইন্টারভিউ দিয়েছেন তিনি। সেই আলোচনায় ‘বাংলাদেশের মানুষ এখনো হাসিনার বিরুদ্ধেই আছে’ বলে মন্তব্য করেন তিনি। 

তিনি বলেন, ‘আমরা কোলকাতায় বসে বাংলাদেশকে শুধু আওয়ামী লীগের চোখে দেখে এসেছি। শেখ হাসিনা প্রকাশ্যেই বলেছিলেন, ইউনুস সাহেবকে পদ্মাতে দু‘বার চোবানো দরকার। এবং তিনি ব্যাখ্যা দিয়েছেন ৩ বারের বেশি চোবাতে যেও না, মারাও যেতে পারে। এই যে চোবানোর যে প্রতিহিংসা, এখানে মূল স্রষ্টা কে?’ 

তিনি আরও বলেন, শেখ হাসিনা বা তার দলকে নিষিদ্ধের পক্ষে নন তিনি। তিনি বলেন, বাংলাদেশে তো অতীতে অনেক বিচার হয়েছে এমনকি ফাঁসি পর্যন্ত হয়েছে। তিনি জানান ব্যক্তিগতভাবে একজন লেখক বা ফিল্মমেকার হিসেবে তিনি ফাঁসি সমর্থন করেন না। তবে বাংলাদেশের বর্তমান সরকার যদি মনে মনে করে হাসিনা সরকারের প্রধান হিসেবে এমন কোনো কাজ করেছে যা দেশের জনগনের জন্য অমঙ্গলের তাহলে তারা তো দাবি তুলতেই পারে। 

সৌমিত্র দস্তিদার বলেন, আওয়ামী লীগ একটা হাস্যকর কাজ করেছে, তারা ডোনাল্ড ট্রাম্পের মুখুশ পরে রাস্তায় নামার পরিকল্পনা করেছিল। দুর্ভাগ্যজনক হলেও সত্যি সেই সময় কিছু মিডিয়া দেখানোর চেষ্টা করেছে যে ট্রাম্প সমর্থকরা আক্রান্ত হয়েছে। পাড়ায় কোনো সমস্যা হলে আমরা যেমন দাদাকে ডেকে নিয়ে আসি এটা তেমনই একটা ব্যাপার,এটা হচ্ছে একটা বালখিল্য প্রবণতা যে দাদা বলতে ট্রাম্প আসবে, তাদেরকে উদ্ধার করবে। এটার কোনো মানে হয়না।  ট্রাম্প ক্ষমতায় আসলেও তাদের নীতির কিন্তু তেমন কোনো পরিবর্তন হবে না। 

তিনি বলেন, ভারতও অনেক বড় একটা দেশ, তারা কেন শুধু আওয়ামী লীগের সাথে সম্পর্ক রাখবে? তারাও তো এ ব্যাপারটা একটু শিথীল করতে পারে। তখন আমাদেরও তো কিছু বলার সুযোগ থাকে। 

এছাড়াও এই সাক্ষাৎকারে বাংলাদেশ এবং ভারত দুইদেশের সম্পর্ক নিয়ে গঠনমূলক নানা দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

শিহাব

×

শীর্ষ সংবাদ:

আগরতলায় উপহাইকমিশনে হামলা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
রিজার্ভে হাত না দিয়ে ও ৩ মাসে পরিশোধ হলো ৫ বিলিয়ন ডলার ঋণ
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় মমতা ব্যানার্জী
টংগীর ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ
আগামীকাল সোমবার নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে
‘বাড়াবাড়ি করলেই’ বন্ধ মার্কিন দুয়ার, ভারতসহ ৫ দেশকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
দিল্লিকে বাদ দিয়ে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ
তারেক রহমানের নামে জবানবন্দি দেন নি শেখ হাসিনা: কায়সার কামাল
আবারও যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস আলম
নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিচার চাইলেন অন্তবর্তী সরকারের কাছে