ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

আগামী নির্বাচন অনেক কঠিন হতে যাচ্ছে: তারেক রহমান

প্রকাশিত: ১৮:৪৫, ২ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১৮:৪৫, ২ ডিসেম্বর ২০২৪

আগামী নির্বাচন অনেক কঠিন হতে যাচ্ছে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মন্তব্য করেছেন যে, নানা কারণে আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত কঠিন হতে যাচ্ছে।

সোমবার বিকালে ময়মনসিংহ শহরের টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে রাষ্ট্র কাঠামো মেরামত ও জনসম্পৃক্তি বিষয়ক বিএনপির ময়মনসিংহ বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, সামনে যে নির্বাচন, তা সহজ হবে না। আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ এখন দুর্বল হয়ে পড়েছে, তবে ২০ বছর আগের যে কোনো নির্বাচনের চেয়ে এবারের নির্বাচন কঠিন হতে যাচ্ছে। কারণ জনগণ এখন অনেক সচেতন। সেজন্য জনগণের সমর্থন আমাদের পক্ষে রাখতে হবে। তিনি আরও বলেন, কিছু মানুষ ভাবছে যে, আমরা ইতোমধ্যেই ক্ষমতায় চলে গেছি। কিন্তু আমরা জানি না আমরা ক্ষমতায় যাব কিনা। জনগণের সমর্থন পেলে তবেই আমরা ক্ষমতায় যেতে পারব।

নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, দলের কেউ যদি ভুল করে, তাদের সতর্ক করতে হবে, সচেতন করতে হবে এবং সঠিক পথে নিয়ে আসতে হবে। জনগণের আস্থা ধরে রাখা কঠিন, কিন্তু এটি আমাদের নেতা-কর্মীদের দায়িত্ব। জনগণের সঙ্গে থাকতে হবে, জনগণকে সঙ্গে রাখতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি সবসময় দেশের উন্নতি এবং জনগণের কল্যাণ চিন্তা করে কাজ করে। এজন্যই ২ বছর আগে থেকেই বিএনপি সংস্কারের কথা বলে আসছে। ৩১ দফা বিষয়ে আলোচনা করে আসছে, যা এখন তৃণমূল পর্যায়ে পৌঁছাতে হবে। শুধু দলের নেতাকর্মী নয়, সাধারণ মানুষের কাছে এই ৩১ দফা পৌঁছে দিতে হবে এবং সেগুলোর পক্ষে সাধারণ মানুষের সমর্থন আদায় করতে হবে।

এদিনের কর্মশালায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তৃতা করেন এবং এতে খুলনা বিভাগের দশ জেলার পাঁচশোরও বেশি নেতা-কর্মী অংশ নেন।

নুসরাত

×

শীর্ষ সংবাদ:

আগরতলায় উপহাইকমিশনে হামলা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
রিজার্ভে হাত না দিয়ে ও ৩ মাসে পরিশোধ হলো ৫ বিলিয়ন ডলার ঋণ
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় মমতা ব্যানার্জী
টংগীর ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ
আগামীকাল সোমবার নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে
‘বাড়াবাড়ি করলেই’ বন্ধ মার্কিন দুয়ার, ভারতসহ ৫ দেশকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
দিল্লিকে বাদ দিয়ে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ
তারেক রহমানের নামে জবানবন্দি দেন নি শেখ হাসিনা: কায়সার কামাল
আবারও যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস আলম
নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিচার চাইলেন অন্তবর্তী সরকারের কাছে