ছবি: সংগৃহীত
পতিত আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরের লুটপাটের চিত্র তুলে ধরেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
সোমবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই চিত্র তুলে ধরেন। এর মধ্যে রয়েছে অর্থপাচার, ব্যাংক খাত, বিদ্যুৎ খাত ও বড় প্রকল্পে লুটের তথ্য।
ফেসবুক পোস্টে সারজিস আলম বলেন, ‘যেসব চাটার দল এখনো তাদের জননীর তেলবাজি করে তাদের জন্য তাদের জননীর আমলের কিছু লুটপাটের আমলনামা দেওয়া হলো।
বছরে পাচার হতো ১৬ বিলিয়ন ডলার! যা বিদেশি বিনিয়োগের দ্বিগুণ। অথচ আইএমএফ থেকে ৪ বিলিয়ন ডলার ঋণ নেওয়ার জন্য দেশের কত স্বার্থ জলাঞ্জলি দিল!’
রেলের উপসহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষা বাতিল
তিনি আরো বলেন, ‘১০ ব্যাংক প্রযুক্তিগতভাবে দেউলিয়া। সালমান এফ রহমান, এস আলমের মতো লোকদের নিয়ে ব্যাংক থেকে লুটপাট করেছে লক্ষ কোটি টাকা। মোট মন্দ ঋণ পৌনে ৭ লাখ কোটি টাকা।
এ ছাড়া এলএনজিতে বছরে ক্ষতি ৩ হাজার কোটি টাকা! বিদ্যুৎকেন্দ্র হতো রাজনৈতিক বিবেচনায়।’
বড় প্রকল্পে লুটের তথ্য তুলে ধরে সারজিস আলম বলেন, ‘দুর্নীতির কারণে বাড়তি ব্যয় ৭০ শতাংশ! ১৪ থেকে ২৪ বিলিয়ন ডলার অপচয়। ৪০ শতাংশ অর্থ লুটপাটে আমলারা। সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীদের ৭৩ শতাংশ সচ্ছল।
এসইউ