ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

বিপ্লব ব্যর্থ হচ্ছে নিয়ে উদ্বেগ সমন্বয়ক মাসউদের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৩, ২ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১৭:৫৬, ২ ডিসেম্বর ২০২৪

বিপ্লব ব্যর্থ হচ্ছে নিয়ে উদ্বেগ সমন্বয়ক মাসউদের

ছবি: সংগৃহীত

গত ৫ আগস্টের ছাত্র-জনতা আন্দোলনের পর আলোচিত-সমালোচিত সব বিষয় নিয়ে সরব থাকতে দেখা গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদকে। এবার তিনি বিপ্লব বেহাত হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন।

আজ সোমবার মাসউদ নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এ উদ্বেগের কথা জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ ফেসবুক পোস্টে লিখেছেন, বিপ্লব বেহাত হচ্ছে, আর বিপ্লবীরা নির্ঘুম রাত কাটাচ্ছেন। ভাবছি আর কতবার জীবন বাজি রাখলে এ দেশের মানুষের মুক্তি মিলবে! আর কত তাজা প্রাণ বলি দিলে তবে স্বাধীনতা মিলবে!

তিনি আরো লিখেছেন, লড়তে প্রস্তুত, তবে লড়েই যাব। এ পথ তব একা পাড়ি দেব। ইনকিলাব জিন্দাবাদ।

আরেক পোস্টে তিনি লিখেছেন, সবাই প্রশ্ন করছেন, কিভাবে বিপ্লব ব্যর্থ হচ্ছে? ভাবছি এ বিষয়টা নিয়ে লেখার সময় এসেছে। একটা প্রথম সারির মিডিয়া কিভাবে ফ্যাসিবাদীদের পুনর্বাসন করা হচ্ছে তা জাতির সামনে তুলে ধরব দ্রুতই।

আশিকুর রহমান

×