ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

আরেক মামলায় খালাস পেলেন তারেক রহমান 

প্রকাশিত: ১৭:১৩, ২ ডিসেম্বর ২০২৪

আরেক মামলায় খালাস পেলেন তারেক রহমান 

ছবি: সংগৃহীত

গাজীপুর জয়দেবপুরে ৯ বছর আগে করা একটি বিস্ফোরক মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার দুপুরে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক আহমেদ শাহরিয়ার তারিক শুনানি শেষে এ আদেশ দেন। এ নিয়ে গাজীপুরের বিভিন্ন থানায় দায়ের করা চার মামলায় অব্যাহতি পেলেন তিনি।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে জয়দেবপুর থানার ভোগড়া বাইপাস এলাকায় যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় বিশেষ ক্ষমতা (বিস্ফোরক) আইনে মামলা করেন জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আবুল হোসেন। এতে ভোগড়া এলাকার বাসিন্দা মো. হোসেন আলীকে প্রধান আসামি করে ৪১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়।

পরবর্তী সময়ে ওই মামলায় তারেক রহমানকে সংযুক্ত করে মোট ৬০ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলাটি দীর্ঘ শুনানির পর ওই ঘটনার কোনো সাক্ষী না থাকায় এবং মিথ্যা প্রমাণিত হওয়ায় আসামিদের অব্যাহতি দেওয়া হয়েছে।

আদালতে শুনানিকালে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোস্তফা কামাল, বিশেষ সরকারি কৌঁসুলি আবু তাহের নয়ন, অতিরিক্ত সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট এরশাদ হোসেন অংশ নেন। আর বিবাদী পক্ষে ড. সহিদুজ্জামান, অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম মোল্লা, অ্যাডভোকেট নাসির উদ্দিনসহ বেশ কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন।

আশিকুর রহমান

×

শীর্ষ সংবাদ:

আগরতলায় উপহাইকমিশনে হামলা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
রিজার্ভে হাত না দিয়ে ও ৩ মাসে পরিশোধ হলো ৫ বিলিয়ন ডলার ঋণ
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় মমতা ব্যানার্জী
টংগীর ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ
আগামীকাল সোমবার নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে
‘বাড়াবাড়ি করলেই’ বন্ধ মার্কিন দুয়ার, ভারতসহ ৫ দেশকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
দিল্লিকে বাদ দিয়ে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ
তারেক রহমানের নামে জবানবন্দি দেন নি শেখ হাসিনা: কায়সার কামাল
আবারও যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস আলম
নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিচার চাইলেন অন্তবর্তী সরকারের কাছে