ছবি: সংগৃহীত
‘৫ই আগস্টর পর আওয়ামী বুদ্ধিজীবীরাও পালিয়েছে’ বলে মন্তব্য করেছেন লেখক-গবেষক, রাজনীতিক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর। সম্প্রতি একটি গণমাধ্যমের সাথে একান্ত সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তিনি।
বদরুদ্দীন উমর বলেন, ‘হাসিনা ৫ই আগস্টর পর যে পালালো, এরকমভাবে পালালো যা খুব কমই দেখা গেছে। এরকমভাবে পালিয়েছে মনে হয়েছে কিউবার বাতিস্তা, তিউনিসিয়ার বেন আলীর মতো। কিন্তু এখানেও তফাৎ আছে, উনারা কিন্তু হাজার হাজার নেতাকর্মীসহ নিজেদের বাড়িঘড় ছেড়ে পালায়নি।’
তিনি বলেন, ‘৫ই আগস্ট হাসিনার পতনের পরে শুধু হাসিনা বা তার যে কর্মচারী ওবায়দুল কাদের ছিল তারাই পালিয়েছে এমন নয় বরং তাদের দলের সমস্ত নেতা-কর্মী, মন্ত্রী, বিভিন্ন পর্যায়ে উচ্চ পর্যায়-নিম্ন পর্যায়, যত আওয়ামী লীগের লোক ছিল, আওয়ামী লীগের সাথে সম্পর্কিত বুদ্ধিজীবী পালিয়েছে, আমরা পালিয়েছে, পুলিশ পালিয়েছে। এইভাবে একটা সরকারের পতনের পর শুধু সরকারের প্রদান নয় হাজার হাজার লোক পালিয়েছে এর দৃষ্টান্ত সারা দুনিয়াতে নাই।’
হাসিনার পতনের কারণ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, ‘কারণটা বুঝতে হবে কী কারণে এমনটা হয়েছে। কারণটা হচ্ছে হাসিনা যেভাবে অক্টোপাসের মতো এই দেশের জনগনের ঘাড়ে চড়ে তাদের উপর নির্যাতন করেছে, শোষন করেছে এবং উপর থেকে নিচে পর্যন্ত সকল ক্ষেত্রে গলাচেপে ধরেছে। প্রত্যেকটা সমাজের স্তরে নির্যাতন চালিয়েছে, চুরি-দুর্নীতি, দেশকে লুটপাট করে দিয়ে দেশকে শেষ করে দিয়েছে। বাংলাদেশে আগে এরকমটা কখনও হয়নি, পাকিস্তান আমলেও হয়নি। কাজেই এই যে একটা চড়া নির্যাতন, ব্যাপক নির্যাতন, গভীর নির্যাতন করেছে তার প্রতিক্রিয়াতেই পতন হয়েছে ‘
শিহাব