ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

গ্রেনেড হামলার পেছনে বিএনপি সরকারের কোনো সম্পৃক্ততা ছিল নাঃ হাফিজ

প্রকাশিত: ১৪:০৭, ২ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১৪:৫৭, ২ ডিসেম্বর ২০২৪

গ্রেনেড হামলার পেছনে বিএনপি সরকারের কোনো সম্পৃক্ততা ছিল নাঃ হাফিজ

হাফিজ উদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার রায় নিয়ে যদি কেউ সংক্ষুব্ধ হন, তবে তারা আদালতে পুনঃতদন্তের জন্য আবেদন করতে পারেন এবং বিএনপি এ বিষয়ে সহায়তা করবে। সোমবার (২ ডিসেম্বর) রাজধানীর বনানীতে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, স্বাধীন বিচারালয়ে তারেক রহমান ও আবদুল্লাহ আল মামুন বাবরের বিরুদ্ধে গ্রেনেড হামলার মামলায় ন্যায়বিচার পেয়েছেন।

তিনি আরও বলেন, "গ্রেনেড হামলার পেছনে তৎকালীন বিএনপি সরকারের কোনো সম্পৃক্ততা ছিল না। বরং পাশের দেশের সহযোগিতায় কোনো ধর্মীয় উগ্রবাদী সংগঠন এই হামলা ঘটাতে পারে।"

এছাড়া, হাফিজ উদ্দিন আহমদ উল্লেখ করেন যে, তারেক রহমান দেশের বিরুদ্ধে আরও চারটি মামলায় ন্যায়বিচার পাওয়ার পর দেশে ফেরার প্রস্তুতি নেবেন।

গতকাল রোববার, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল আসামিকে খালাস দেয় উচ্চ আদালত। একই সাথে, এই মামলার অভিযোগপত্রও অবৈধ ঘোষণা করা হয়। হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এ রায় দেন।

জাফরান

×