গত সপ্তাহে বিতর্কিত হিন্দু পণ্ডিত চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার হওয়ার পর, ভারতীয় মিডিয়ায় কিছু অসত্য তথ্য প্রকাশিত হয়। তারা দাবি করে, বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নির্যাতিত হচ্ছে এবং অনেকেই দেশ ছাড়ার চিন্তা করছেন। তবে বিএসএফ (বর্ডার সিকিউরিটি ফোর্স) জানিয়েছে, চিন্ময় ইস্যুতে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়নি।
রোববার (১ ডিসেম্বর) দ্য হিন্দু'র এক প্রতিবেদনে বলা হয়েছে, ৫ আগস্ট, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত সীমান্তে ১,৩৯৩ বাংলাদেশি আটক হয়েছে। এর আগে, জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত ১,১৪৪ জন বাংলাদেশিকে আটক করা হয়। অর্থাৎ, সরকারের পতনের পর হাজার হাজার মানুষ সীমান্ত পাড়ি দেওয়ার কোনো চেষ্টা হয়নি।
২০২৪ সালে বিএসএফ ৩,৯০৭ জনকে সীমান্তে আটক করেছে, যাদের মধ্যে ভারতীয় ও বাংলাদেশি উভয়েই রয়েছে। ২০২৩ সালে এ সংখ্যা ছিল ৫,০৯৫, যার মধ্যে ৩,১৩৭ জন বাংলাদেশি। এছাড়া, ১ জানুয়ারি থেকে ৪ আগস্ট পর্যন্ত ৮৭৩ জন ভারতীয় বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। সরকার পতনের পর ৫ আগস্ট থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ৩৮৮ জন ভারতীয় কোনো কাগজপত্র ছাড়াই বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেছেন।
জাফরান