ঢাকা, বাংলাদেশ   সোমবার ০২ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রাহায়ণ ১৪৩১

আ. লীগের পতনের নেপথ্যে মারাত্মক ৫টি ভুল

প্রকাশিত: ০০:০৩, ২ ডিসেম্বর ২০২৪

আ. লীগের পতনের নেপথ্যে মারাত্মক ৫টি ভুল

ছবি: সংগৃহীত

বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার কখনও চিন্তাও করতে পারেনি ২০২৪ সালের আগস্ট মাসে তাদের পতন হবে। বলা হচ্ছে আওয়ামী লীগের বেহাল দশার পেছনে প্রধানত ৫টি কারণ দায়ী, যে কারণে আওয়ামী লীগের আজকে এই করুণ অবস্থা। কারণগুলো হল-

অতিমাত্রায় পুলিশ নির্ভরতা

পুলিশ নির্ভর হওয়ার পরে আওয়ামী লীগ অনেকটা জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। পুলিশ অনেক অন্যায় সুযোগ-সুবিধা পেলেও জনগন তেমন কোনো সুযোগ-সুবিধা পায়নি। বাংলাদেশ যেহেতু একটি গণতান্ত্রিক দেশ, যতটুক সম্ভব মানুষের সাথে যোগাযোগ রাখতে হবে। আর এর ব্যত্যয় ঘটেছিল বলেই সরকারের সাথে মানুষের দূরত্ব সৃষ্টি হয়েছিল এবং পুলিশের সাথে অতিমাত্রায় ঘনিষ্টতা তৈরী হয়েছিল দলটির।

ত্যাগী নেতাদের অবমূল্যায়ন

২০০৯ সালে ক্ষমতায় আসার পর ত্যাগী নেতাদের প্রচন্ড মূল্যায়ন করতো। কিন্তু ২০১৪ সালের নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারের ত্যাগী নেতাকর্মী যারা আছে তাদের কোনোরুপ  মূল্যায়ন করেনি। ৫ই আগস্ট যখন নেতাকর্মীদের বাড়িঘর পোড়ানো হচ্ছিলো তখন অনেককেই বলতে শোনা গেছে যাদেরকে তারা চাকরী দিয়েছে, হাটবাজার ইজারা দিয়েছে তারা কেউ তো ঠেকাতে আসছে না। মূলত, দলে উড়ে এসে জুড়ে বসাদের বেশি প্রাধান্য দেয়া হয়েছিল। 

আমেরিকার সাথে বৈরি সম্পর্ক

আমেরিকাকে বলা হয় বিশ্বের মোড়ল। তারা বিভিন্ন দেশে সরকারকে উল্টিয়ে দিতে ছক কষে। মধ্যপ্রাচ্য, পাকিস্তান থেকে শুরু করে অনেক দেশেই সেই চিত্র দেখা গেছে। সেই আমেরিকাকে গালাগালি করা, আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী আছে যারা পিটার হাসকে হাস, রাজহাস, রাজহাসকে জবাই করে খাব প্রভৃতি হাস্যরস করতেন।  তাই অবধারিতভাবেই আমেরিকা দলটির উপর বেশ নাখোশ ছিলো। অবশ্য এ ছাড়াও এর নিমিত্তে আরও কিছু কারণ ছিল।

অতিমাত্রায় অর্থ পাঁচার

আওয়ামী লীগ সরকারের  নেতাকর্মী থেকে শুরু করে আমলারা এত পরিমাণ অর্থ পাচার করেছে যা কল্পনার বাইরে। রূপপুরের বালিশকান্ড, নানা অজুহাতে আমলাদের বিদেশে সরকারী অর্থে ভ্রমন যেমন- সাঁতার শিখতে যাওয়া, দুপুরে স্কুলের খাবার কীভাবে রান্না করতে হয় সেটা শিখতে দল বেধে গিয়ে সরকারী অর্থের অপচয় করা প্রভৃতি থেকে তা অনেকটা অনুমেয়।

ছাত্রদের উপর গুলি চালানো

১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে এখনও পর্যন্ত কোনো সরকার ছাত্রদের উপর গুলি করে কোনো সরকার ক্ষমতায় টিকে থাকতে পারেনি। স্বৈরাচার এরশাদ গুলি করেছিল। তার আমলে ৫-৭ জন ছাত্র মারা গিয়েছিল, তারপর এরশাদ সরকারের পরিণতি কমবেশি সবার জানা। সমস্যা হলো রাজনৈতিক দলগুলো ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেনা। ফলে তাদের এমন পরিণতি ভোগ করতে হয়। আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় ভুল ছিলো আন্দোলনরত ছাত্রদের উপর গুলি ছোঁড়া। 

 

শিহাব

×