ঢাকা, বাংলাদেশ   রোববার ০১ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রাহায়ণ ১৪৩১

রাষ্ট্র সংস্কার শেষে নির্বাচন: প্রেস সচিব শফিকুল আলম

প্রকাশিত: ০১:২০, ১ ডিসেম্বর ২০২৪; আপডেট: ০১:২২, ১ ডিসেম্বর ২০২৪

রাষ্ট্র সংস্কার শেষে নির্বাচন: প্রেস সচিব শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রাষ্ট্র সংস্কার শেষে নির্বাচন দেয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।সংবিধান, নির্বাচন কমিশনসহ ৯ টি ক্ষেত্রে সংস্কার দাবি করে জাতীয়বাদী গনতান্ত্রিক আন্দোলন এনডিএমের এই সেমিনার অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

 

শনিবার (৩০ নভেম্বর) সকালে রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। সংস্কার কাজের বিপরীতে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলেও এ সময় অভিযোগ করেন শফিকুল আলম।

রাজধানীতে একই সেমিনারে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘যেসব সংস্কারের বিষয়ে সব দল ঐকমত্যে পৌঁছাবে, নির্বাচনের আগে শুধু সেসব সংস্কারই করতে হবে।’

এতে বিএনপি নেতা আমির খসরু বলেন,‘জনগণের স্বার্থেই সংস্কার জরুরি তবে সংস্কারে সব দল এক্যমত হবে এমন নয়।’

সংস্কার জরুরি বলেও উল্লেখ করেন প্রেস সচিব। এখনো নির্বাচনের রুপরেখা প্রকাশ না করায় সেমিনারে রাজনৈতিক নেতারা  ক্ষোভ করে করে বলেন,দলগুলোকে আস্থায় নিতে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে।

তাবিব

×