ড. রেজা কিবরিয়া।
সম্প্রতি এক সংবাদমাধ্যম সাক্ষাৎকারে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের প্রশংসায় ভাসলেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার পুত্র ড. রেজা কিবরিয়া।
তিনি বলেন, উনি একজন মডার্ন জামাতে আমির। আমি মনে করি উনার হাত ধরে জামাত অনেকদূর এগিয়ে যাবে এই দেশে। উনার পরিবারে সব মহিলারা উচ্চ শিক্ষিত ডাক্তার। তাই কেউ যদি প্রশ্ন তোলে মেয়েদের শিক্ষার ব্যাপারে জামাতে আমিরের মতবিরোধ নিয়ে তাহলে তা হবে হাস্যকর।
১৬ বছর রাজপথে দাড়াতে পারে নি জামাত। জামাত নিষিদ্ধ প্রসঙ্গে রেজা কিবরিয়া বলেন, এদেশে জামাতের ম্যাক্সিমাম ভোট ৮.২%। তাহলে এত কিসের ভয় জামাতকে যে নিষিদ্ধ করতে হলো? এর কোন কারন নেই।
শেখ হাসিনা পালিয়ে যাবার পর জামাত জনপ্রিয় হচ্ছে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, জামাত এমনিতেই জনপ্রিয়। মানুষ তাদের সম্মান করে। সকল রাজনৈতিক দলেরই অর্থ নিয়ে প্রশ্ন থাকলেও আজ অব্দি জামাতের এমন কোন বিষয় নেই যে রাজনীতিতে এসে কোটি টাকার মালিক হয়েছে।
রিয়াদ