ঢাকা, বাংলাদেশ   শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রাহায়ণ ১৪৩১

ইলিয়াস আলীর স্ত্রীকে কি বলেছিলেন হাসিনা?

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২২:২৬, ২৯ নভেম্বর ২০২৪

ইলিয়াস আলীর স্ত্রীকে কি বলেছিলেন হাসিনা?

আওয়ামী সরকারের শাসনামলে ২০১২ সালে গুম হন বিএনপির প্রভাবশালী নেতা ও সিলেট-২ আসনের সংসদ সদস্য ইলিয়াস আলী। এরপর তাকে খুঁজে পেতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারস্থ হন তার স্ত্রী তাহসীনা রুশদী। সে সময় শেখ হাসিনা তাকে কী বলেছিন সেই বিষয়টি খুব একটা খোলাসা করেননি তিনি।

 

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি নেতা ইলিয়াস আলীর খোঁজ পাওয়া নিয়ে আবারো আলোচনা চলছে। ৬ আগস্ট ইলিয়াস-পত্নী তাহসিনা রুশদী ফেসবুক পোস্টে লেখেন, ‘আয়নাঘরের অনেকে ফেরত আসছে। আমার স্বামীকে ফিরিয়ে দিন।’ এ ছাড়া তাঁর ছেলেমেয়েও তাদের বাবাকে ফেরত চেয়ে পোস্ট করেন।

এক ভিডিওতে তিনি তুলে ধরেঝেন ২০১২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে কী বলেছেন। তাহসীনা রুশদী বলেন, আমরা যখন তার কার্যালয়ে যাই তখন উনি এসে আমাকে জড়িয়ে ধরেন।আমার মেয়েটাকে একদম কোলের কাছে নিয়ে আদর করেন। তিনি এসে তারপর তার যে নাটক স্বজন হারানোর বেদনা বলতে থাকেন। আমি আমার স্বামীর খোঁজ চাইলে তিনি (শেখ হাসিনা) বলেন, ‘হ্যাঁ আমি চেষ্টা করছি দেখি কী করা যায়। আমরা তাড়াতাড়ি হয়তো এটার একটা সুরাহা পাবো।’ এবং আমার বাচ্চাদেরকে সান্ত্বনা দেন।

তিনি এই বিষয়গুলোকে সাজানো নাটক হিসেবেও উল্লেখ করেন ভিডিওতে। তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাকে চিরকুটের মাধ্যমে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার পরামর্শ দেন। ‍কিভাবে করতে হবে সেটিও বলে দেন। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার পর তারা আর কোন খোঁজখবর রাখেনি।

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানীর বাসায় ফেরার পথে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন ইলিয়াস আলী। তাকে ফিরে পাওয়ার দাবিতে তখন দেশজুড়ে বিক্ষোভ হয়। এপর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি।

এমএম

×