সভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগ আরেকবার সুযোগ পেলে কাউকে ছাড়বে না। তাই সতর্ক থাকতে হবে। সজাগ থাকতে হবে।
শুক্রবার (২৯ নভেম্বর) প্রেসক্লাবে বাংলাদেশ খেলাফত আন্দোলন আয়োজিত “ফ্যাসিবাদ ও তার দোসরদের মোকাবিলায় আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
ভারতের সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন, জুলাই বিপ্লবে এত মানুষ মারা গেলো, ভারতের কোনো বিবৃতি নেই। চট্টগ্রামে আইনজীবীকে হত্যা করা হলো, ভারতের কোনো প্রতিক্রিয়া নেই। কিন্তু ইসকনের বহিষ্কৃত নেতার জন্য তারা ঠিকই বিবৃতি দেয়।
তিনি বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করছে, তাদের একত্রিত হতে হবে। ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া ফ্যাসিবাদকে পরাজিত করা সম্ভব নয়। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আমাদের দায়বদ্ধতা রয়েছে। যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন, তাদের রক্তের সঙ্গে বেঈমানি করা যাবে না।
নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে রাজনৈতিক দলের মূল দায়িত্ব হলো সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। আওয়ামী লীগ সরকার জোরপূর্বক ক্ষমতা দখল করে নির্বাচনের নামে প্রহসন করেছিল। এখন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। যেখানে জনগণের মতামত সঠিকভাবে প্রতিফলিত হবে।
বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে রাজনৈতিক দলের মূল দায়িত্ব হলো- সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। আওয়ামী লীগ সরকার জোরপূর্বক ক্ষমতা দখল করে নির্বাচনের নামে প্রহসন করেছিল। এখন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। যেখানে জনগণের মতামত সঠিকভাবে প্রতিফলিত হবে।
শেখ হাসিনার পতনের পরে নতুন নতুন আন্দোলন হচ্ছে। ১৬ বছরে কেউ দাবি তোলেননি। এখন তারা ভারতের সরকারের কাছে দাবি তোলে। বাংলাদেশ কারও অধীন দেশ নাকি যে তারা বিচার করবে?
এসআর