ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রাহায়ণ ১৪৩১

’জনগণ অ্যাকাউন্টে দেখছে টাকা ঠিক আছে, তাহলে এস আলম টাকা নিলো কোত্থেকে’

প্রকাশিত: ২১:৪৫, ২৯ নভেম্বর ২০২৪; আপডেট: ২১:৫৪, ২৯ নভেম্বর ২০২৪

’জনগণ অ্যাকাউন্টে দেখছে টাকা ঠিক আছে, তাহলে এস আলম টাকা নিলো কোত্থেকে’

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

যারা গত ৫৩ বছর ধরে শাসন করছে এবং তাদের কার্যক্রমের ফলে দেশের অর্থনৈতিক পরিস্থিতি সংকটাপন্ন হয়ে পড়েছে।

রাজনৈতিক দলগুলোর প্রতি সমালোচক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলছেন, বাংলাদেশ ব্যাংক থেকে অথবা আমাদের আটটা ব্যাংক থেকে টাকা পয়সা লুঠপাট করে ফেলেছে । তো জনগণ তখন মোবাইল ফোনে তার অ্যাকাউন্টে গিয়ে দেখবে যে আমি তো গতকালকে দেখলাম তিন, লাখ তেত্রিশ হাজার. সাতশ তেরো টাকা চল্লিশ পয়সা ছিল। আজ কত টাকা আছে?  লুট হয়ে থাকলে। আমরা সকল জনগণ যার যার অ্যাকাউন্ট থেকে দেখছি আমাদের সবার টাকা তো ঠিক আছে তাহলে এস আলম টাকা নিলো কোথা থেকে?? এই প্রশ্ন রাখেন।

রাজু

×