ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রাহায়ণ ১৪৩১

ছাত্রলীগ সন্ত্রাসী তৈরির কারিগর: আব্দুল হান্নান মাসউদ

প্রকাশিত: ১৯:০১, ২৯ নভেম্বর ২০২৪; আপডেট: ১৯:৩৯, ২৯ নভেম্বর ২০২৪

ছাত্রলীগ সন্ত্রাসী তৈরির কারিগর: আব্দুল হান্নান মাসউদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ। ছবি: সংগৃহীত

‘সন্ত্রাস বানানোর কারখানা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। একজন ভদ্র ছেলে ক্যাম্পাসে এসে পরবর্তীতে সন্ত্রাসে হয়ে বের হয় ,এর একমাত্র দায় ছাত্রলীগের। ছাত্রলীগের এর আগেই নিষিদ্ধ হওয়া দরকার ছিলোও বলে মন্তব্য করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ।

 

সম্প্রতি  এক বেসরকারি টেলিভিশনে ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার প্রসঙ্গে উপস্থাপিকার প্রশ্নের জবাবে এসব বলেন তিনি।

যে সংগঠনটি এক সময় দেশ ও জাতির জন্য এক অনবদ্য ভূমিকা রেখেছিল, বর্তমানে বিভিন্ন কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ ছাত্রলীগ। সম্প্রতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ ছাত্রলীগের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যত নিয়ে নতুন প্রশ্ন তুলেছেন।

একটি বেসরকারি টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ছাত্রলীগ নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘সন্ত্রাস বানানোর কারখানা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। একজন ভদ্র ছেলে যখন ক্যাম্পাসে আসে, তখন সে সাধারণত পড়াশোনার জন্য আসে, কিন্তু পরবর্তীতে সে সন্ত্রাসী হয়ে বের হয়। এর একমাত্র দায় ছাত্রলীগের। ছাত্রলীগের জন্য এর আগেই নিষিদ্ধ হওয়া উচিত ছিল।’ তার এই মন্তব্য ছাত্রলীগের কার্যকলাপ এবং তার নেতাদের ভূমিকা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে।

মাসউদ বলেন, ছাত্রলীগের বেশ কিছু নেতার কর্মকাণ্ডের কারণে আজকাল ক্যাম্পাসগুলোতে সহিংসতা,সন্ত্রাসী কার্যক্রম ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। তিনি দাবি করেন, ছাত্রলীগের নাম ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য অনেক নেতা সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে, যার ফলে অনেক তরুণ ছাত্র ক্যাম্পাসে এসে সন্ত্রাসী মনোভাব নিয়ে বেরিয়ে যাচ্ছে।

 

 

 

 

তাবিব

×