ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রাহায়ণ ১৪৩১

আমি এখন জ্যান্ত মরা, আমার জানের মায়া নাই: পিনাকী

প্রকাশিত: ১৪:৫৮, ২৯ নভেম্বর ২০২৪

আমি এখন জ্যান্ত মরা, আমার জানের মায়া নাই: পিনাকী

ছবি: সংগৃহীত

বিদেশে অবস্থানরত লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি কিছু কড়া কথা বলেছেন।

জনকন্ঠের পাঠকদের জন্য হুবহু তাঁর বক্তব্য তুলে ধরা হলো-

“হাসিনারে কাউন্ট করি নাই, মোদিরে গোনায় ধরি নাই। জান লড়াইয়া যুদ্ধ করছি। দিনরাত মানি নাই। পরিবার মানি, দেশ মানি নাই, চইলা গেছি, ছাইড়া দিছি দেশ। বাচ্চারা যখন কাতারে কাতারে জীবন দিছে না! তখনই নিজের জীবনটা দিয়ে দিছিলাম। এইটা এক্সটেনশন লাইফ, চলতেছে, যত দিন চলে, জানের মায়া নাই আমার। আমি এখন জ্যান্ত মরা, আমার মত এরকম প্রচুর জ্যান্ত মরা আছে, জীবন দিয়ে দিতে এক মুহূর্ত ভাববো না। আমার মতো এরকম হাজারো পিনাকী আছে যারা বুকের ভিতরে আগুন জ্বালাইয়া রাখছে, শত শহিদের রক্তে পাওয়া বিপ্লব যদি ধ্বংস হয়, শহিদের রক্তের কসম আমি বুকে মাইন বাইন্ধা আমি অন্তত একটা উপদেষ্টার উপরে ঝাপাইয়া পড়মু। বাকিগুলারে আপনারা দেইখা নিয়েন। এলিটদের জাওরামো বন্ধ করার জন্য এর চেয়ে আর অন্য কোনো উপায় নেই। তবে ঝাপাইয়া পড়ার আগে স্লোগান দিবেন, ইনকিলাব জিন্দাবাদ।”

শিহাব

×